ছাত্রনেতা আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডে এখনও ফুঁসছে আমতা। এই ঘটনায় হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের মাধ্যমে আনিসের বাবাকে বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর তিনটে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন তাঁদের। যদিও আনিস খানের বাবা সালেম খান জানিয়েছেন, শরীর ভালো নেই বলে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারছেন না৷ বরং মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে গেলে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন সালেম খান৷ নিহত ছাত্রনেতার বাবা সালেম খান সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছেন৷
এদিন সকালে নিহত ছাত্রনেতা আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে যান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ এবং বিধায়ক সুকান্ত পাল। আনিসের বাবা এবং দাদার সঙ্গে কথা বলেন তাঁরা। মন্ত্রী পুলক রায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নবান্নে ডেকে পাঠান। দুপুর তিনটে নাগাদ সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।পরে নিহতের দাদা বলেন, “বাবা অসুস্থ। হাই প্রেশার, সুগারের সমস্যা রয়েছে। চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে। তিনি দেখুন। তারপর যাবেন কিনা সিদ্ধান্ত নেব।” তিনি আরও জানান, “দিদির উপর ভরসা রয়েছে। পুলিশের উপর নেই।”
আরও পড়ুন: হাওড়া স্টেশনে হুলূস্থুল কাণ্ড! লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন
আনিস খানের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন৷ ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্ত করানো হচ্ছে৷ নিহত ছাত্রনেতার পরিবারের দাবি মেনে বাড়ির বাইরে চারজন সশস্ত্র পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে৷
গত শুক্রবার রাতে পুলিশের পোশাকধারী চারজন বাড়িতে আসে। তাদের মধ্যে একজন আনিসের বাবার সঙ্গে কথাবার্তা বলছিল। তিনজন ছাদে উঠে ছেলেকে ঠেলে ফেলে দিয়ে খুন করা হয় বলেই অভিযোগ। এই ঘটনার পর তিনদিন কেটে গেলেও অভিযুক্ত অধরা। এখনও কাটেনি মৃত্যুরহস্যের জট। এই ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের পরিবারের। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিস হত্যায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের কথা ঘোষণা করেছেন।
আরও পড়ুন: Weather update: রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট, ব্যাহত বিমান চলাচল, বন্ধ ফেরি