The state government declared holiday on the occasion of Rakhi Purnima

Nabanna: রাখিতে ছুটি ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের টানা পাঁচ দিন ছুটির সুযোগ

রাখি বন্ধনে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ আগামী বৃহস্পতিবার ১১ অগাস্ট রাখি বন্ধন উপলক্ষে ছুটি থাকবে বলে ঘোষণা করেছে করা হয়েছে৷ রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে এই ছুটির উল্লেখ ছিল না৷ গত বছরও রাখী বন্ধনে ছুটি দেয়নি রাজ্য৷ তবে এ বার সিদ্ধান্ত বদল করল নবান্ন৷

অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখি পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্য সরকারি অফিস, পুরসভা, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা এবং স্কুল বন্ধ থাকবে।এ ছাড়া ওই দিন ছুটি রাখা হবে সরকার পোষিত অফিসেও। রাখিতে ছুটি ঘোষণার ফলে আগামী সপ্তাহে দু’দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার মহরম উপলক্ষে ছুটি রয়েছে।

আরও পড়ুন: West Bengal Cabinet Reshuffle: রদবদলে মন্ত্রী হতে পারেন কারা? বাদ পড়ছেন কে কে? রইল সম্ভাব্য নাম

এই ছুটি ঘোষণার ফলে আগামী সপ্তাহের শেষ রাজ্য সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ সামনে চলে এলো৷ কারণ ১১ অগাস্ট বৃহস্পতিবার রাখী উপলক্ষে ছুটি দিল রাজ্য৷ ১৩ এবং ১৪ অগাস্ট যথাক্রমে শনি ও রবিবার৷ ১৫ অগাস্ট সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি৷ ফলে শুধুমাত্র ১২ অগাস্ট একটি অতিরিক্ত ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি উপভোগ করা যাবে৷

আরও পড়ুন: Birbhum: সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৯