রাজ্যে জেলার সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা বাড়লে প্রশাসনিক দায়িত্ব সামলানোর জন্য আরও অফিসার দরকার হবে। সেই কাজে ডব্লুবিসিএস অফিসারদের আরও বেশি করে কাজে লাগোনোর কথা বললেন মুখ্যমন্ত্রী।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী দিনে জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছে রয়েছে। কিন্তু পর্যাপ্ত আধিকারিক না থাকায়, তা সম্ভব হচ্ছে না। উন্নয়নের প্রয়োজনের জেলার সংখ্যা বাড়ানো দরকার। আগামী দিনে ২৩ থেকে ৪৬ টি পর্যন্ত জেলা করার ইচ্ছে রয়েছে রাজ্য সরকারের।’
পাশাপাশি ডব্লুবিসিএস অফিসারদের আটকে থাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নবকলেবরে সুসজ্জিত টাউন হলের উদ্বোধন এবং ডব্লুবিসিএস অফিসারদের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি বলেন, ‘এখন আইএএস এবং ডব্লুবিসিএস অফিসারদের মধ্যে বিশেষ ভাতার ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এখন থেকে সবাই সমান বিশেষ ভাতা পাবেন। কোনও ভেদাভেদ থাকবে না।’
আরও পড়ুন: Cyclone Asani: গতি বাড়িয়ে উপকূলের আরও কাছে ‘অশনি’, কলকাতায় শুরু তুমুল বৃষ্টি
মমতা আরও বলেন, ‘আমরা জেলা আরও বাড়াব, অফিসারদের কথা ভেবেই সেটা করা হবে। যাতে ক্যারিয়ার নষ্ট না হয়। আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়।’ ডব্লুবিসিএস অফিসারদের প্রশাসনের উচ্চপদে পোস্টিং দেওয়ার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রীর কথায়, আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়, তাই আপনারা ডব্লুবিসিএস অফিসারদের জন্য জয়েন্ট, অ্যাডিশনার সেক্রেটারির পোস্ট বাড়িয়েছি। নতুন করে ডবল্ুবিসিএস-র কোটা আরও বাড়াতে হবে।’ ডব্লুবিসিএস অফিসাররা আরও বেশি করে জেলাশাসক করার ইচ্ছে মুখ্যমন্ত্রীর। স্থানীয় জেলাশাসক হলে কাজের পরিচালনাও আরও সহজ হবে বলে দাবি মমতার। তারপরেই ডব্লুবিসিএস অফিসারদের ভালো কাজ করার জন্য, উদ্বুদ্ধ করেছেন শাসকদলেরর প্রধান।
কোন কোন পদ বাড়ানো হবে? এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবের পদের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী দিকে ডব্লুবিসিএস অফিসারদের যাতে দফতরের সচিব করা হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী জানান, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। থাবা বসানো হচ্ছে রাজ্যের টাকাতেও।
আরও পড়ুন: Anubrata Mandal: রাত থেকে বুকে ব্যথা,হাসপাতালে ভর্তি করানো হল অসুস্থ অনুব্রতকে