করোনার দাপট কমে গিয়েছে অনেকটাই। বিধিও শিথিল হয়েছে জেলায় জেলায়। আর তার মধ্যে বসন্তও এসে গেছে। এসেছে পাতাঝড়ার দিন। কিন্তু এবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসন্ত উৎসব হবে না।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, করোনার কারণেই বসন্ত উৎসব হবে না বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। এনিয়ে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, করোনার কারণে এবার বসন্ত উৎসব পালন করা হচ্ছে না। প্রসঙ্গত দোল পূর্ণিমার কয়েকদিন আগেই ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন করা হয়। তবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যথারীতি বসন্ত উৎসব পালন করা হবে।
আরও পড়ুন: CPIM: সবুজ ঝড়ের মাঝে তাহেরপুরে দুর্গরক্ষা লাল ঝান্ডার, কতগুলি আসন পেল বামফ্রন্ট?
এদিকে কেন রবীন্দ্রভারতীতে বসন্ত উৎসব পালন করা হবে না তা নিয়ে অবশ্য অন্য কারণ খুঁজে পেয়েছেন অনেকেই। ২০২০ সালে পিঠে রবীন্দ্রনাথের গান বিকৃত করে অশ্লীল শব্দ লিখে বসন্ত উৎসব পালন করা হয়েছিল ক্যাম্পাসের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃত করে লেখা হয়েছিল পিঠে। আর তা নিয়ে তুমুল শোরগোল পড়ে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী ইস্তফা পর্যন্ত দিয়েছিলেন উপাচার্য পদ থেকে। শুধু তাই নয় ওই পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। যদিও পরে ওই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে সেই বিতর্কের রেশ কাটেনি এখনও।
বসন্ত উৎসব পালন করতে গেলে বিশ্ববিদ্যালয় ছাড়াও বাইরের পড়ুয়ারা অংশগ্রহণ করবে। সে ক্ষেত্রে ফের কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বিতর্ক তৈরি হতে পারে। সেই আশঙ্কাতেই কি বসন্ত উৎসব বন্ধ হল? সেই প্রশ্নেই ঘুরে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে।
আরও পড়ুন: Rape: ৫ বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণ বাবার, মা যা করতেন শুনলে চমকে উঠবেন..