২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট হবে। শুক্রবার প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস এ দিন আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। তবে, এই প্রার্থী তালিকায় নাম নেই একজন তৃণমূল বিধায়কেরও।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, নবীন ও প্রবীণের ভারসাম্য রেখে প্রার্থিতালিকা তৈরি হয়েছে। তবে কোনও বিধায়ককে টিকিট দেওয়া হচ্ছে না। পার্থ আরও বলেছেন, ‘‘পুরভোটে নতুনদের সুযোগ করে দেওয়া হচ্ছে। যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে, তাঁকেই সমর্থন করতে হবে।’’ দলের মহাসচিবের ঘোষণা থেকে স্পষ্ট, রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার ভোটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রণীত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কঠোর ভাবে মেনে চলছে তৃণমূল। পাশাপাশি, পরিবারতন্ত্রের উপরেও রাশ টেনেছে তারা।
আরও পড়ুন: আগামীকাল থেকে রাজ্যে বাড়ছে পাউরুটির দাম! জানুন, নতুন দাম কত হচ্ছে?
দল কলেবরে বেড়েছে। নতুনদের সুযোগের কথা নেতৃত্বের মুখে। কিন্তু বিধায়কদের প্রার্থী না করায় কী দলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্রভাবে মাথাচাড়া দেবে না? গোঁজ প্রার্থী দেওয়ারও কী সম্ভাবনা প্রকট হবে না? সেক্ষেত্রে জোড়া-ফুলের অবস্থান কী হবে?উত্তরে দলের হুঁশিয়ারির সুরে কড়া শৃঙ্খলার কথা শুনিয়েছেন তৃণমূল মহাসচিব। বলেছেন, ‘আশা করি এমন কেউ কিছু করবেন না যাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের ভাবমূর্তির ক্ষতি হয়। দলের শৃঙ্খলাভঙ্গ হলে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, শুক্রবার দার্জিলিঙের প্রার্থিতালিকা ঘোষণা হয়নি। তৃণমূল মহাসচিব জানান, দু’এক দিনের মধ্যে ওই তালিকা ঘোষণা করা হবে।
আরও পড়ুন: সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনা, মালদহ হাসপাতালে আছড়ে পড়ে মৃত্যু শিশুর