TMC Manifesto 2024: TMC releases manifesto; promises to abolish CAA and discontinue NRC

TMC Manifesto 2024: বিনামূল্যে ১০ সিলিন্ডার, বাতিল CAA-NRC! মোদীর গ্যারান্টির পালটা ‘দিদির ১০ শপথ’

লোকসভা নির্বাচন শুরু হতে আর দু’দিন বাকি। শুক্রবার প্রথম দফায় দেশের ১০২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে বুধবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বাংলার শাসকদল তথা কেন্দ্রের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে দলের ১০টি প্রতিশ্রুতি পাঠ করেছেন। তবে একে প্রথাগত ‘ইস্তাহার’ বলতে চাইছে না তৃণমূল। একে বলা হচ্ছে ‘দিদির শপথ’। কেন্দ্রে ‘ইন্ডিয়া’ সরকার গঠন করলে এই প্রতিশ্রুতিগুলি পালন করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

কেন্দ্রের মোদীর গ্যারান্টির পালটা দেশবাসীকে ‘দিদির ১০ শপথে’র অঙ্গীকার করছে তৃণমূল (TMC)। দিদির সেই ১০ শপথে সমাজের প্রায় সব শ্রেণির মানুষের দিকে নজর দেওয়া হয়েছে।

  • বর্ধিত আয়, শ্রমিকের সহায়: সব জব কার্ড হোল্ডারকে ১০০ দিনের কাজ গ্যারান্টি-সহ দেওয়া হবে। বর্ধিত ন্যূনতম মজুরি হবে ৪০০ টাকা।
  •  দেশজুড়ে বাড়ি, হবে সবারই: দেশের সব নাগরিককে নিরাপদ ও পাকা আবাসন দেওয়া হবে।
  •  জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে: প্রত্যেক দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে দশটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।
  • অনেক হয়েছে শাসন- এবার দুয়ারে রেশন: প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে দুয়ারে রেশন।
  • আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার: প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ওবিসি, এসসি-এসটিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। বৃদ্ধভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা হবে। বার্ষিক ১২ হাজার টাকা।

  • র্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার: স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারান্টি।
  • স্বল্পমূল্যে পেট্রপণ্য, ভারতবর্ষে সকলে ধন্য: পেট্রল-ডিজেল এবং সিলিন্ডারের দাম স্বল্পমূল্যে সাশ্রয়ে দেওয়া হবে। পেট্রপণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণ করতে আলাদা তহবিল তৈরি হবে।
  • নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন: ২৫ বছর পর্যন্ত সব স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। তাতে কাজের সুযোগ ও মাসিক বৃত্তি থাকবে। উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
  • স্বচ্ছ আইন, স্বাধীন ভারত: ধোঁয়াশাযুক্ত CAA বিলুপ্ত করা হবে। এনআরসি বন্ধ করা হবে। UCC ভারতজুড়ে প্রয়োগ করা হবে না
  • এগিয়ে বাংলা, এগোবে ভারত: বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩-১৮ বছর বয়সী ছাত্রীদের বার্ষিক হাজার ও এককালীন ২৫ হাজার টাকা। কন্যাশ্রীর মতো সব মহিলাকে ভাতা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্য সাথী প্রকল্প। যা ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা।

সাংবাদিক বৈঠকে অমিত ছাড়াও ছিলেন ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্যেরা। চন্দ্রিমা জানান, তাঁদের ইস্তাহার প্রায় ১০০ পাতা দীর্ঘ। ‘দিদির শপথ’গুলিকে সেখানে ব্যাখ্যা করা হয়েছে। ১০টি শপথের পাশাপাশি রাখা হয়েছে ১৫টি অধ্যায়। কেন্দ্রে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পালনে দেশের মানুষের কাছে তৃণমূল দায়বদ্ধ থাকবে বলে জানিয়েছেন চন্দ্রিমা।