অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(avishek banerjee) উদ্যোগে এবার ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় শুরু হতে চলেছে ‘পাড়ায় আমরা’(paray amra) কর্মসূচি। প্রসঙ্গত, নিজের সংসদীয় কেন্দ্রের বাসিন্দাদের সমস্ত সমস্যা এবং অভাব অভিযোগ শোনার জন্যই এই নতুন উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
সামনে তেইশের পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের বাড়ি যাচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে বামেদের ধর্মঘট আর ঠিক সেই দিন থেকেই ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষীপুর গ্রাম থেকে ‘পাড়ায় আমরা’ কর্মসূচী শুরু করলেন ডায়মন্ড হারবার ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী।
আরও পড়ুন: প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা, জনগণের অভিযোগ শুনতে ‘দিদিকে বলো-২’ আনছেন মমতা
একমাত্র ডায়মন্ডহারবারের সাধারণ জণগন পাবেন এর সুবিধা। তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ডহারবারের প্রত্যেক বিধানসভা এলাকার ব্লক যুব সভাপতিদের এই কর্মসূচি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষের সমস্যার সমাধান করাই লক্ষ্য।
যুব সভাপতি গৌতম অধিকারী এই বিষয়ে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প শুরু করেছিল। তবে এই প্রকল্প কতটা বাস্তবায়িত হল তা জানার জন্য আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কি না তা দেখার জন্যই এই প্রকল্প।”
আরও পড়ুন: Murshidabad: সন্ধে হতেই হোস্টেলে নূপুরের শব্দ, আয়নায় সিঁদুর! ভূত তাড়াতে একসঙ্গে হাজির পুরোহিত-মৌলানা