ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। রবিবার সাত সকালে বাঁকুড়ার (Bankura) ওন্দার কাছে একটি মালগাড়িতে পিছন থেকে আসা আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দু’টি মালগাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর জখম হয়েছেন দুই চালকই। এদিকে এই দুর্ঘটনার জেরে আদ্রা ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। আবার কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত গাড়িটি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে এই দুর্ঘটনার ফলে।
দুই মালগাড়ির সংঘর্ষের প্রচণ্ড শব্দে রবিবার ভোরবেলা ঘুম ভাঙে স্থানীয়দের। দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়েরাই এগিয়ে এসে চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির এক চালকের সামান্য আঘাত লেগেছে। এই দুর্ঘটনার জেরে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলওয়ের অন্তর্গত খড়্গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, দুর্ঘটনার জেরে ১১টি এক্সপ্রেস এবং মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে দুটি দূরপাল্লার ট্রেনের (আনন্দ বিহার টার্মিনাল-পুরী নন্দনকানন এক্সপ্রেস এবং পোরবন্দর-সাঁতরাগাছি কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেস) যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
২) ১৩৫০৬ আসানসোল-দিঘা এক্সপ্রেস।
৩) ০৮৬৮৬ আদ্রা-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার।
৪) ০৮৬৭৫ বিষ্ণুপুর-আদ্রা মেমু স্পেশাল।
৫) ০৮৬৭৭ বিষ্ণুপুর-ধানবাদ মেমু স্পেশাল।
৬) ১৮০২৭ খড়্গপুর-আসানসোল মেমু এক্সপ্রেস।
৭) ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস।
৮) ১৮০৩৫ খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস।
৯) ০৮৬৫৭ আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল।
১০) ১৮০২৪ নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন গোমো-খড়্গপুর এক্সপ্রেস।
১১) ০৮১৭৩ আসানসোল-টাটানগর মেমু স্পেশাল প্যাসেঞ্জার।
১২) ১৩৫০৫ দিঘা-আসানসোল এক্সপ্রেস।
১৩) ১৮০৩৬ হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস।
কোন কোন ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে?
১) ১২৮১৬ আনন্দ বিহার টার্মিনাল-পুরী নন্দনকানন এক্সপ্রেস: যে ট্রেন (২৪ জুন) শনিবার যাত্রা শুরু করেছে, সেই ট্রেনকে আদ্রা, চাণ্ডিল, টাটানগর এবং হিজলি স্টেশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
২) ১২৯৪৯ পোরবন্দর-সাঁতরাগাছি কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেস: যে ট্রেন গত শুক্রবার (২৩ জুন) যাত্রা শুরু করেছে, তা পুরুলিয়া পুরুলিয়া, টাটানগর এবং খড়্গপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
৩) ১৮৬২৮ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া আদ্রা) ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোটশিলা, পুরুলিয়া, টাটানগর এবং খড়্গপুর হয়ে যাবে।