Train Cancel: Howrah-Bardhaman train services restricted From Sunday to Thursday

Train Cancel: রবিবার হাওড়া-বর্ধমান সমস্ত লোকাল বাতিল, বৃহস্পতিবার পর্যন্ত বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা

ভেঙে ফেলা হচ্ছে বর্ধমান স্টেশনের পাশের পুরনো রেল ওভারব্রিজ।  এর ফলে আগামী কাল থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান থেকে একাধিক শাখায় বন্ধ থাকবে লোকাল ট্রেন। পাশাপাশি একগুচ্ছ দূরপাল্লার ট্রেন হয় বাতিল নয়তো অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখাতেও লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে রবিবার। শনিবার এমনটাই জানালেন পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। রেল জানিয়েছে, রবিবারের জন্য মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলবে। অন্য দিকে, কর্ড শাখায় ১০ জোড়া হাওড়া-মসাগ্রাম চলবে।

আরও পড়ুন: BJP:বঙ্গ বিজেপি নেতাদের লালসার শিকার বিজেপি কর্মীর স্ত্রী

শুধু রবিবারই নয়, সোম থেকে বুধবার পর্যন্ত হাওড়া-বর্ধমান (কর্ড এবং মেন দুইই), ব্যান্ডেল-বর্ধমান, বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট এই সব ক’টি শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতিল হাওড়া-বর্ধমান সব লোকাল ট্রেনই। ওই সময় বন্ধ থাকবে ব্যান্ডেল-বর্ধমান লোকাল ট্রেন পরিষেবাও।

কবে কোন ট্রেন বন্ধ

রবিবার

হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল-বর্ধমান, বর্ধমান-আসানসোল, বর্ধমান-রামপুরহাট লোকাল ট্রেন বন্ধ।

সোমবার

হাওড়া-বর্ধমান কর্ডে ৬ জোড়া ও হাওড়া-বর্ধমান মেইন লাইনে ৫ জোড়া লোকাল বাতিল।

মঙ্লবার ও বুধবার

হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ১০ জোড়া, হাওড়া-বর্ধমান মেইন লাইনে ১০ জোড়া এবং ব্যান্ডেল-বর্ধমান ১ জোড়া লোকাল বাতিল।

বৃহস্পতিবার

হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল-বর্ধমান শাখায় সব লোকাল ট্রেন বাতিল।

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই লাইনে ১০টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে। ৮টি এক্সপ্রেস ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

স্পেশাল লোকাল

রবিবার হাওড়া ও শক্তিগড়ের(ভায়া মেইন) মধ্যে চলবে ১৩ জোড়া ট্রেন।
মঙ্গল ও বুধবার হাওড়া ও শক্তিগড়ের মধ্যে চলবে ৫ জোড়া ট্রেন।
বৃহস্পতিবার হাওড়া ও শক্তিগড়ের মধ্যে চলবে ১০ জোড়া ট্রেন।

হাওড়া-মশাগ্রাম

রবিবার  ১০ জোড়া ট্রেন চলবে
মঙ্লবার ও বুধবার চলবে ৪ জোড়া ট্রেন
বৃহস্পতিবার চলবে ১০ জোড়া ট্রেন।

আরও পড়ুন: Sujata-Soumitra: শিলিগুড়ির বিজেপি নেতার স্ত্রীর সঙ্গে সৌমিত্রর লিভ ইন, নয়া দাবি সুজাতার