Trinamool top leadership started preparations for Didi ke Bolo-2

TMC: আবার আসতে চলেছে ‘দিদিকে বলো’, উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

প্রথম দফার ‘‌দিদিকে বলো’‌ হিট করেছিল রাজ্যে। এবার দ্বিতীয় দফার ‘‌দিদিকে বলো’‌র কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আগামী ৫ মে থেকে তিন ধাপে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। এই নিয়ে ভবানীপু্রের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় দফতরে বৈঠকও হয়েছে। সেখানে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

প্রথমে জানা গিয়েছিল, দলের নেতাদের বেফাঁস মন্তব্য রুখতে তৃণমূলের নেতারা এই বৈঠক করবেন। কিন্তু পরে জানা যায়, ‘দিদিকে বলো ২’-এর কর্মসূচি নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসেছিলেন তাঁরা। বৈঠকে আলোচিত বিষয় নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূলের কোনও শীর্ষ নেতা। সূত্রের খবর, এই কর্মসূচি সংক্রান্ত যাবতীয় ঘোষণা করবেন স্বয়ং দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলের নেতারা এই কর্মসূচি নিয়ে মুখ খুলতে চাননি।

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলা: সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, সাময়িক স্বস্তি পার্থর

৮ মার্চ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক সভায় ভোটকুশলী প্রশান্ত কিশোরের উপস্থিতিতে ‘দিদিকে বলো’ কর্মসূচি ফের শুরু করার আভাস দেওয়া হয়েছিল। মার্চ মাসের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতেও এই কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত বার্তা দিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন, ‘‘আমি আগামী দু’মাস সময় নেব। তার পর যদি কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, কারও বিরুদ্ধে খুনখারাপির অভিযোগ থাকে, অত্যাচারের অভিযোগ থাকে, আমি আর একটা সেট আপ তৈরি করব যেমনটা আমি করেছিলাম ‘দিদিকে বলো’-তে। এই নামটা আমি এখন বলছি না। আমরা ঠিক করে আপনাদের জানাব।’’

কর্মসূচির আগাম আভাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘একটা মিসড কল দেবেন। আপনার নাম করে বলবেন যে, আপনি কী চাইছেন বা কোথায় কী ঘটছে। সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। সে অফিসারই হোক, সে কোনও রাজনৈতিক দলই হোক, সে কোনও সাংবাদিকই হোক, সে কোনও বাইরের লোকই হোক।’’

আরও পড়ুন: ফের বিজেপিতে ভাঙ্গনের ভ্রূকুটি, রাজ্য সম্পাদকের পদ থেকে সরলেন মুর্শিদাবাদের ২ বিধায়ক