Vande Bharat Express : Vande Bharat Express Train As Jagadhatri Puja Theme At Uttar 24 Pargana Ashoknagar

Vande Bharat Express : মাঝরাস্তায় দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস! চড়া যাবে বিনামূল্যে

রাতের অন্ধকারে অশোকনগরের রাস্তায় হঠাৎই দেখা গেল বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে ।যা দেখে অশোকনগর কল্যাণগড় বেকারি পট্টি এলাকায় শোরগোল পড়ে যায়। রাস্তার উপরেই বন্দেভারতের এক্সপ্রেসের তিনটি বগি দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন সকলে। পথ চলতি মানুষজন দাঁড়িয়ে দেখছেন, ছবি তুলছেন এই বন্দে ভারত ট্রেনের সঙ্গে।

নীল সাদা ট্রেনের বগিতে লেখা, ভারতীয় রেল বন্দে ভারত-সহ ট্রেনের কোচ নম্বরও। ট্রেনের বগিগুলিতে লাগানো রয়েছে কালো কাচের জালানা। ট্রেনের ছাদে রয়েছে প্যান্টোগ্রাফ। এই বন্দে ভারতের দেখা মিলছে, রাস্তার উপর পাতা ছোট লাইনের উপর। ডিজেল ইঞ্জিনের সাহায্যে চালানো হবে এই বন্দে ভারত ট্রেন। তার জন্য তৈরি হচ্ছে স্টেশন।

পরে বোঝা যায় আসল ঘটনা। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের জগদ্ধাত্রীর পুজোর থিম এই বন্দে ভারত এক্সপ্রেস। সেখানেই চালানো হবে এই বন্দে ভারত ট্রেন। একসঙ্গে প্রায় ২০ জন এই ট্রেনে চড়তে পারবেন। উদ্যোক্তাদের তরফে এই ট্রেনের দর্শনার্থীদের যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই এই বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে কৌতুহল বেড়েছে অশোকনগরবাসীদের। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই বন্দে ভারতের ছবি, আর তা দেখেই এখন কল্যাণগড়ে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।