একেই তীব্র গরমের দাবদাহ। তারমধ্যে ১৪ দিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে। গরমে নাজেহাল অবস্থা কালনার পূর্বস্থলী থানার (purbashali police station) কাঁলেকাতলা ১ পঞ্চায়েতের বিশ্বরম্ভা কাদাপাড়া গ্রামের মানুষদের।
এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন, ১৪ দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে এই গ্রাম। কোনও কারণে ট্রান্সফর্মার খারাপ হয়ে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটছে। কিন্তু তা সারাতে এত দিন লাগে, এই প্রশ্নই করছেন গ্রামের সাধারণ মানুষ। গরমে হাঁসফাঁস অবস্থা বাচ্চা-বুড়ো সকলেরই। তাই দাবদাহ থেকে বাঁচতে রোদ পড়লে কেউ আশ্রয় নিচ্ছেন বাড়ির ছাদে, কেই আবার রাতে ঘুমোতে যাচ্ছেন গাছের তলায়। সব মিলিয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: Viswa Bharati : বিশ্বভারতীর ছাত্রাবাসে পড়ুয়ার রহস্যমৃত্যু, উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ
গ্রামবাসীদের কথায় সংশ্লিষ্ট দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি। উপরন্তু, তাঁদের কাছে অভিযোগ জানাতে গিয়ে পুলিশি হয়রানির মুখে পড়তে হয়েছে। তীব্র গরমে হাঁসফাঁস হতে হচ্ছে তাদের। গ্রামের প্রায় ২০০ টি বাড়িতে বিদ্যুৎ নেই। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। শোচনীয় অবস্থা রুগীদের, কাহিল হয়ে পড়েছে শিশুরা। হাত পাখাই একমাত্র সম্বল।
একই অবস্থা দুর্গাপুরের ইস্পাত নগরীরর এ জোনের বাসিন্দারা। কারেন্ট না থাকায় খালি গায়ে হাতপাখা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের ভিতর আন্দোলনের সামিল হন তারা। সিআইএসএফ বাধা দিলে বচসা বেধে যায় বিক্ষোভকারীদের।
আরও পড়ুন: Chandana Bauri: প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট ফেসবুকে, ফের বিতর্কে বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি