গত দুইদিন ধরে বঙ্গের আকাশ জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। বঙ্গের আকাশজুড়ে মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি জনিত কারণে ভুগছে বঙ্গবাসী। তবে অবশেষে আজ স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ শনিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: আজ বগটুই যাবেন মুখ্যমন্ত্রী, একইদিনে সেখানে অধীর ও বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল
সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখার পরিবর্তনে বাংলার আকাশের রূপ বদলাচ্ছে। বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গোপসাগর থেকে। এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টি হবে। এদিকে রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকিদিন এই জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে।
শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে। বাকি দিন কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে আজও। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Accident: কাশ্মীর বেড়াতে গিয়ে বিপত্তি, দুর্ঘটনায় মৃত্যু বর্ধমানের ২ পর্যটকের, আহত ২৫