শনিবারেও ছিল পূর্বাভাস। তবে সে ভাবে হয়নি বৃষ্টি। রবিবার রাজ্যের ১০৮টি পুরসভার ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎ আকাশ মেঘলা করে আসার পরই বৃষ্টি নামল কলকাতা- সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ আচমকা বৃষ্টিতে ভিজতে হল ভোটারদের।
ফেব্রুয়ারি মাসের অর্ধেক দিনই মেঘলা আকাশ। এক দিন রোদ উঠলেই, পরের দিন আবারও মেঘে ঢেকে যাচ্ছে, ফলে বিরক্ত সাধারণ মানুষও। কিন্তু তাতে কী! ফের দুর্যোগের শুরু রাজ্যজুড়ে। একে পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে পূবালি হাওয়ার সংঘাত। তার জেরেই অসময়ে বৃষ্টি হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: Srabanti: পুরভোটের প্রচারে শ্রাবন্তী, পদ্মফুল ছেড়ে পাকাপাকি জোড়াফুলেই?
বিক্ষিপ্ত ভাবে হলেও রাজ্যজুড়েই জোরে হাওয়া-সহ বৃষ্টি হচ্ছে। রাতের দিকেও হতে পারে। তা হলে পারদ আবার এক বার নামতে পারে? এমন প্রশ্নে হাওয়া অফিসের সাফ জবাব, বৃষ্টি হলেও নতুন করে পারদ নামার সম্ভাবনা নেই। শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বেশ অনেকটা কমেছিল তাপমাত্রা। রবিবারে তা বেড়েছে অনেকটাই। তবে সোমবার থেকে সরবে ঘন কালো মেঘ। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রাও।
অর্থাৎ, বসন্তে যেটুকু বৃষ্টি-ই হোক না কেন, ফেব্রুয়ারি মাসের শেষেই রাজ্যে পাকাপাকি ভাবে শীতের বিদায় হয়ে যাচ্ছে। আর নতুন করে তাপমাত্রার পতন ঘটবে না।
আরও পড়ুন: ভোটে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, তৃণমূল প্রার্থীকে ফেলে মার, নিশানায় সিপিএম