শীতকাল কি এসেই গেল? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ মঙ্গলবার থেকেই জেলায় জেলায় নামবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসবে। কলকাতায় এতটা না হলেও সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন ২১-২২ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩০ ডিগ্রির আশপাশে থাকবে।
শীত পড়তে এখনও দেরি আছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে শীত শীত ভাব চলে এসেছে বঙ্গে। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে, তাতেই সকাল-সন্ধেয় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, এই মুহূর্তে ছত্তীসগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এখনকার থেকে দুই-তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। কলকাতায় তা সোমবার অন্তত ২১-২২ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে বলে জানানো হয়েছিল। রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। মানে, প্রায় শীতের আবহাওয়াই!
হাওয়া অফিস জানাচ্ছে, ভোর ও রাতের দিকে হাল্কা শীতের অনুভূতি মিলবে আপাতত। বেলা বাড়লে তা উধাও হবে। গত কয়েকদিন ধরে পুবালি হাওয়া দক্ষিণবঙ্গে সক্রিয় ছিল। বঙ্গোপসাগরে উচ্চ চাপ বলয় থাকার জেরে পুবালি বাতাস বেশি মাত্রায় জলীয় বাষ্প টেনে আনছিল। এর জন্যই তাপমাত্রা বেড়ে যায়। গত কয়েকদিন ভ্যাপসা গরমে নাকাল হতে হয় বঙ্গবাসীকে। কিন্তু এখন পুবালি হাওয়া পাততাড়ি গুটিয়েছে। উত্তুরে হাওয়া যে আসতে শুরু করেছে, সেটা অনুভূত হয়েছে।