Weather Update: cyclonic circulation may form over bay of bengal in next 48 hours

Weather Update: জোড়া ঘূর্ণাবর্তে তোলপাড় হতে চলেছে বাংলা, জানাল হাওয়া অফিস

বাংলার দু’দিকে দু’টি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation), তোলপাড় হতে চলেছে আবহাওয়া। বঙ্গোপসাগরের  ( Bay of Bengal) ওপর শক্তি বাড়িয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। আইএমডির ওয়েদার অ্যালার্ট অনুযায়ি মঙ্গলবার ১৮ জুলাই এই সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের তৈরি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মৌসম ভবনের আপডেট অনুযায়ি আরও ৪৮ ঘণ্টার মধ্যে এই সাইক্লোনিক সার্কুলেশন তৈরির প্রক্রিয়া শেষ হবে৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালাসোরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত জলের উপর বেশিক্ষণ স্থায়ী হলে শক্তি আরও বৃদ্ধি হবে।  এদিকে একটি নিম্নচপ বাংলা সংলগ্ন ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এই আবহে আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে রাজ্যে।

আরও পড়ুন: Panchayat Election Result 2023: ভাঙড়ে গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার, ২ আইএসএফ কর্মী সহ মৃত ৩

যদিও নতুন করে ঘনীভূত ঘূর্ণাবর্তে সাংঘাতিক কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ৩৬ শতাংশের কাছাকাছি বৃষ্টির ঘাটতি এখনও রয়েছে। এই সপ্তাহের আগে তা ছিল প্রায় ৪০ ছুঁইছুঁই। এই নয়া ঘূর্ণাবর্তের জেরে জমিয়ে বৃষ্টি নেই বঙ্গের কপালে।

তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে। মঙ্গলবার কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ও বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: Panchayat Election: মাছ ধরতে গিয়ে জালে উঠল একগোছা ব্যালট পেপার! হইচই হাসনাবাদে