শীত প্রেমীদের জন্য সুখবর (Weather Update)। কয়েকদিনের মধ্যেই রাজ্যে হু হু করে নামবে তাপমাত্রার পারদ, এমনই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
ভোরে আর রাতের দিকে বাতাসে শিরশিরানি ভাব। সোয়েটার, কম্বলের সময় আসতে দেরি। তবুও হালকা শীতের আমেজ যেন চেটেপুটে উপভোগ করছেন রাজ্যবাসী।
আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই শিরশিরে অনুভূতি, জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে জানাল হাওয়া অফিস
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ নামবে অনেকটা। শীত অনুভূত হবে প্রতিটা জেলাতেই। আগামী ১২ নভেম্বর থেকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে তাপমাত্রার পারদ। শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশেই থাকবে। আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ। চড়া রোদ থাকলেও শুষ্ক আবহাওয়ার কারণে অস্বস্তি থাকবে না। তাছাড়াও, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ১১ নভেম্বর অর্থাৎ শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের সর্বত্র। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন: Lesbian: একঘরে কেন ২ তরুণী? ‘সমকামী দাগিয়ে ধর্ষণের চেষ্টা, যৌনাঙ্গে রডের ছ্যাঁকা’