অবশেষে মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। ঘোষণা মতো আগামী মার্চ মাসের বেতন থেকেই বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, অতিরিক্ত ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার। সরকারি কর্মচারিদের পাশাপাশি পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন।
এবারের বাজেটের দিকে তাকিয়ে ছিল রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী। অনেকেরই প্রত্যাশা বাজেটে হয়তো সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Wesr Bengal DA) ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ডিএ (Dearness Allowance) নিয়ে লাগাতার অনশন-আন্দোলন অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলা।
সরকারি কর্মীদের একাংশের আশা ছিল, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে সরকারি কর্মীদের খুশি করতে বাজেটে ডিএ ঘোষণা করতেই পারে রাজ্য সরকার। আবার অনেক সরকারি কর্মী, এও মনে করেছিলেন, ডিএ না দিলে পঞ্চায়েত ভোটে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। সেই চাপেও সরকার ডিএ ঘোষণা করতেই পারে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বাজেটে ডিএ ঘোষণা করে চমক দিল তৃণমূল পরিচালিত সরকার।