West bengal cm mamata banerjee is going to darjeeling

Mamata Banerjee: পাহাড়ে পাঁচ দিনের সফরে মমতা, নজরে হামরো পার্টির সঙ্গে নতুন সমীকরণ

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আর এবার একটানা পাঁচদিন দার্জিলিংয়েই (Darjeeling) থাকবেন মুখ্যমন্ত্রী৷ সবমিলিয়ে ছ’ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷

সফরসূচি থেকে জানা যাচ্ছে, আগামী রবিবার বিকেলে বাগডোগরা হয়ে একটি মিটিং করবেন মমতা। বৈঠকের পর চলে যাবেন রিচমন্ড হিলে। তার পর সোমবার থেকে বুধবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ৩১ মার্চ শিলিগুড়িতে একটি বৈঠক করবেন। ১ এপ্রিল ফিরে আসবেন কলকাতা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৮ তারিখ শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মঞ্চ থেকে সরকারি প্রকল্পের সূচনা হতে পারে তাঁর হাত ধরে।

মমতার এই পাহাড় সফর বেশ কয়েকটি কারণে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত দীর্ঘদিন ধরে পাহাড়ে জিটিএ নির্বাচন স্থগিত। একাধিকবার মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন করানো নিয়ে মুখ খুলেছেন। আরও একটি বিষয়, সম্প্রতি পাহাড়ের পঞ্চায়েত নির্বাচন নিয়ে মমতাকে মুখ খুলতে শোনা গিয়েছে। প্রায় এক দশক ধরে সেখানে পঞ্চায়েত নির্বাচন হয়নি। তাই মমতা এবার পাহাড়ের জিটিএ ও পঞ্চায়েত নির্বাচন করাতে বিশেষ আগ্রহী বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, মমতা চান বন্ধুত্বপূর্ণ পরিবেশে পাহাড়ের নির্বাচন হোক। এক সময়ের পাহাড়ের বেতাজ বাদশা বিমল গুরুং পাহাড়ে ফিরে গিয়েছে, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং তৃণমূলে যোগ দিয়েছেন। অনিত থাপার দল ও হামরো পার্টিও রাজ্য সরকারের পাশেই রয়েছেন। এই পরিস্থিতিতে মমতা তাদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করতে চান বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা পাহাড়ের এই স্থানীয় নির্বাচন গুলিতে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়ে স্থানীয় দলগুলির হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারে। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়ে এই স্থানীয় দলগুলির সমর্থন চাইতে পারে তৃণমূল। ২০০৯ সাল থেকে বিজেপি দার্জিলিং লোকসভা কেন্দ্রে জিতে আসছে। দল প্রতিষ্ঠা হওয়ার পর একবারও তৃণমূল এই আসনে জিততে পারেনি। তাই মমতা লোকসভার নির্বাচনে এই দলগুলির থেকে সমর্থন আদায়ে বিশেষ আগ্রহী বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল