২০২০ সালের ৮ই অক্টোবর, ভারতীয় জনতা যুব মোর্চার শান্তিপূর্ণ ‘নবান্ন চলো’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের বিষয়টি অত্য়ন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, জানাল জাতীয় মানবাধিকার কমিশন। এনিয়ে রাজ্য় সরকারকে শো কজ করেছে NHRC।
২০২০-র ৮ই অক্টোবর, বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়া ময়দান। হাওড়া ময়দানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি নেতা-কর্মীরা। সেই সময় ধস্তাধস্তি, ইটবৃষ্টি, বোমাবাজি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া, রঙীন জল স্প্রে, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। কমিশনের দাবি, সেদিনের ঘটনায়, বর্বরোচিত ও নৃশংস আক্রমণ করে পুলিশ।
আরও পড়ুন: Kaliaganj: কালিয়াগঞ্জে চড়ছে পারদ ! NCPCR-এর পদক্ষেপে ক্ষুব্ধ রাজ্য শিশু সুরক্ষা কমিশন
ওই অভিযানে হাওড়া, ডানকুনি, সাঁতরাগাছি এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ এনেছে কমিশন। তারই প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই দিন আক্রান্তদের পুলিশি অত্যাচারের নিরিখে এক লক্ষ ও ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ রাজ্যের তরফে কেন দেওয়া হবে না, তা ৬ সপ্তাহের মধ্যে জানাক রাজ্য।
এই ঘটনায় ২০২০ সালের ১৪ অক্টোবর হওয়া অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে কমিশন। এই ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল রুখতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগের পাশাপাশি জলকামানের মাধ্যমে রাসায়নিক মিশ্রিত রঙিন জল দেয় আন্দোলনকারীদের উপরে। আন্দোলনকারীদের চিহ্নিত করার উদ্দেশ্যেই রঙিন জল দেওয়া হয়েছিল। পুলিশের এ ধরনের অনৈতিক আচরণ কমিশন অনুমোদন করছে না বলেও জানানো হয়।
আরও পড়ুন: BJP Bandh: কালিয়াগঞ্জের আক্রান্ত সিভিক পুলিশের মৃত্যু, ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দিল বিজেপি