পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করতে চায় তৃণমূল সরকার৷ রাজ্য বিধানসভায় নাম বদলের প্রস্তাব পাশ করে অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে অনেক আগেই৷ রাজ্য সরকারের পাঠানো প্রস্তাব যে কেন্দ্রের কাছে পৌঁছেছে তা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷
রাজ্যের নাম বদল চেয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। সেই প্রস্তাবের কী হল? এনিয়ে সংসদে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সাজদা আহমেদ। তৃণমূল সাংসদের আরও প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের নাম বদলের যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে কী পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। নাম বদলের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট নিয়ম আছে কিনা? যদি সেরকম কোনও নিয়ম থাকে তাহলে তা কী? একইসঙ্গে গত ৫ বছরে কেন্দ্র দেশের কোন কোন জায়গার নাম দবলের প্রস্তাবে সায় দিয়েছে?
আরও পড়ুন: Burdwan: ভাতের হোটেলই ছিল মদের ঠেক! বিষমদ কাণ্ডে বাড়ল আক্রান্তের সংখ্যা
সাজদা আহমেদের ওই প্রশ্নের স্পষ্ট কোনও উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেননি। বরং তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করার প্রস্তাব কেন্দ্র পেয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রস্তাব ছিল বাংলা, হিন্দি ও ইংরেজিতে ৩টি পৃথক নামের পরিবর্তে শুধুমাত্র ‘বাংলা’-ই নাম হিসেবে চায় পশ্চিমবঙ্গ। এনিয়ে ২০১৮ সালে বিধানসভায় বিলও পাস হয়ে যায়। সেই প্রস্তাব পড়ে রয়েছে বেশ কিছুদিন ধরেই।
নিত্যানন্দ রাই সংসদে আরও জানান, গত ৫ বছর দেশের মোট ৭টি জায়গার নাম বদলের নাম বদলের অনুমতি দিয়েছে কেন্দ্র। পাশাপাশি কোনও হেরিটেজ জায়গার নাম বদলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও নিয়ম নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ করেন, কয়েকবছর আগেই বিধানসভায় নাম বদলের প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে৷ একবার সেই প্রস্তাব ফেরতও পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু এত সবের পরেও নাম বদলের ব্যাপারে কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ করেনি৷
আরও পড়ুন: Howrah:রহস্যজনক ভাবে মৃত্যু ৬ জনের, অসুস্থ আরও ২০, বিষমদে মৃত্যু, দাবি পরিবারের