বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। ওড়িশা ও বাংলার উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে রবি ও সোমবার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী দু-তিনদিন তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্য়জুড়ে।
সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে৷ রবিবার সারা দিনই কলকাতায় বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে শহরে এবং লাগোয়া এলাকায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। হুগলির কয়েকটি এলাকায় রবিবার ভোরের দিকে মুষলধারে বৃষ্টি হয়। বিক্ষিপ্ত ভাবে ভেজে কলকাতাও।
আরও পড়ুন: Thakurnagar: তৃণমূল-বিজেপি জোর সংঘর্ষ, জখম দু’পক্ষের কর্মীরা, হাসপাতালেও হাতাহাতি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণে উপকূল ঘেঁষা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। নিম্নচাপের কারণে উপকূলে সতর্কতাও জারি করা হয়েছে। মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।
ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে কয়েক জেলায়। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের দুই তাপমাত্রাই কমতে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে মঙ্গল বা বুধবার নাগাদ ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং বিক্ষিপ্তভাবে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত সাত দিনের মতো না হলেও।
আরও পড়ুন: Panchayat Election: ভাঙড়ে এল এক কোম্পানি আধাসেনা!কেষ্টহীন গড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ