3 thousand crore suddenly comes into habras daily labourers account

রাতারাতি অ্যাকাউন্টে ঢুকল ৩ হাজার কোটি টাকা! অবাক হাবড়ার দিনমজুর

শিল্পপতি বা বড় কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে হাজার কোটি থাকাটা শুনতে স্বাভাবিকই লাগে। কিন্তু কোনো দিনমজুরের অ্যাকাউন্টে লাখ ছাড়িয়ে যদি হাজার হাজার কোটি টাকা জমা পড়ে তা কি বিশ্বাসযোগ্য শোনায়? তবে এমন ঘটনাই ঘটেছে এক দিনমজুরের সঙ্গে। হাবড়ার যুবক সুদীপ্ত হাজরা পেশায় দিনমজুর। গিয়েছিলেন ব্যাংকে কিছু টাকা তুলতে। কিন্তু অ্যাকাউন্ট চেক করতে গিয়ে চোখ যেন কপালে উঠলো। খুশি হওয়া দূরের কথা, রীতিমতো আতঙ্কিত হন। অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকা তাঁর।

উত্তর ২৪ পরগনায় হাবড়া থানার বাউগাছি নাংলা পাড়ার এই যুবক সুদিপ্ত দিনমজুরের কাজ করে কোনোরকম সংসার চালান। একটি বেসরকারি ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট।সুদীপ্ত দীর্ঘদিন মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। পরে মা মারা যাওয়ায় তিনি গ্রামে ফিরে আসেন। পরিবারের আরেক সদস্য মারা যাওয়ায় তাঁর আর মহারাষ্ট্রে ফিরে যাওয়া হয়নি।

আরও পড়ুন: Elephant Child death: মৃত শাবককে শুঁড়ে তুলে ৮ কিমি হাঁটল মা হাতি, চোখে জল প্রত্যক্ষদর্শীদের

এখানেই মাঠে ঘাটে দিনমজুরের কাজ করতেন তিনি। ব্যাঙ্কে জমানো কিছু টাকা তুলতে স্থানীয় সেবাকেন্দ্রে গিয়েছিলেন। ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপডেট করলেই চক্ষু চড়কগাছ। দেখেন অ্যাকাউন্ট ঢুকেছে তিন হাজার কোটি টাকা। ব্যাংক আধিকারিকরাও জানেন না কোথা টাকা এসেছে। টাকা উৎস জানতে আপাতত অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সুদীপ্ত। তাঁর কথায়, “আমার টাকা চাই না। কিন্তু অ্যাকাউন্টটা দ্রুত সচল করা হোক। যাতে আমার যা টাকা রয়েছে তা তুলতে পারি। অতিরিক্ত টাকা আমার দরকার নেই।”

আরও পড়ুন: Dilip Ghosh: মুখ বন্ধ রাখুন! চিঠি পাঠিয়ে দিলীপ ঘোষকে সতর্ক করলেন নাড্ডা