2 people of east burdwan die after bus falls into gorge in srinagar

Accident: কাশ্মীর বেড়াতে গিয়ে বিপত্তি, দুর্ঘটনায় মৃত্যু বর্ধমানের ২ পর্যটকের, আহত ২৫

জম্মু-কাশ্মীর সহ উত্তর ও দক্ষিণ ভারত বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল সাতজনের (Srinagar Accident)৷ মৃতদের মধ্যে এ রাজ্যের দু’জন পর্যটক রয়েছেন ৷ মৃত দু’জন পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের তোড়কোনা ও গলসির বাসিন্দা ৷ তাঁরা দু’জনই মহিলা ৷ খবর পৌঁছতেই তেড়কোনা ও গলসি এলাকায় শোকের ছায়া নেমেছে ৷

বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের গান্ডেরবাল জেলার কঙ্গন থানার অন্তর্গত শ্রীনগর লে এক্সপ্রেসওয়ে উপরে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম মালতি কুন্ডু (৫৫) এবং স্মৃতিকা হাজরা (৫২)।  শুক্রবার তাদের দেহ ময়নাতদন্ত করা হয়েছে। আজ শনিবার তাদের দেহ পূর্ব বর্ধমানের বাড়িতে পৌঁছনোর কথা রয়েছে। এছাড়াও ২৫ জন পর্যটক আহত হয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

জানা গিয়েছে, গত ১৩ মার্চ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোড়কোনা থেকে একটি টুরিস্ট বাস রওনা দেয় উত্তর ভারতে। বাসে ৬০ জনের বেশি পর্যটক ছিলেন। বুদ্ধগয়া, এলাহবাদ, আগ্রা, বৃন্দাবন, কুরুক্ষেত্র হয়ে বাসটি কাশ্মীরের শ্রীনগরে পৌঁছয় মঙ্গলবার। অমৃতসর, হরিদ্বার, বেনারস হয়ে ফেরার কথা ছিল ৪ এপ্রিল।

শ্রীনগরে পৌঁছানোর পর, বুধবার দুটি ছোট বাসে চড়ে আশেপাশে জায়গাগুলি ঘুরে দেখেন পর্যটকরা। বৃহস্পতিবারও বেরিয়েছিলেন অনেকেই। দুটি গাড়িতে চেপে ঘুরছিলেন পর্যটকরা। সোনমার্গ থেকে যখন ফিরছিলেন, তখন শ্রীনগর-লেহ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পড়ে কয়েক ফুট নিচে! গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা সকলই কম-বেশি আহত হন। ঘটনাস্থলে মারা যান  খণ্ডঘোষের তোড়কোনা গ্রামের মালতি কুণ্ডু ও গলসির ইড়কোনা গ্রামের  স্মৃতিকা হাজরা।

দুর্ঘটনার খবর পাওয়ার পরই বিমান করে আত্মীয়রা শ্রীনগরে পৌঁছেছে । ময়নাতদন্তের পর শনিবার দেহ ফিরিয়ে নিয়ে আসা হবে ।