4 Killed In Blast At Karachi University In Pakistan: Report

Karachi University Blast: গাড়িতে বিস্ফোরণ, ৩ চিনা নাগরিক-সহ নিহত অন্তত ৪

পাকিস্তানে আবারও ভয়াবহ বোমা বিস্ফোরণ। সংবাদ সংস্থা সূত্রে খবর, করাচি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আহত বহু মানুষ। পাকিস্তানি সংবাদ সংস্থার দাবি, কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৩ জন চিনের নাগরিক।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো টিভির প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছেন, করাচি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে একটি ভ্যানগাড়িতে বিস্ফোরণ হয়। পুলিশের সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে, ওই ভ্যানে সাত থেকে আটজন ছিলেন। কয়েকজন চিনের নাগরিক ছিলেন বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন: New York: ব্রুকলিন মেট্রো স্টেশনে এলোপাথাড়ি গুলি, শুট আউটে আহত ১৩

করাচি পুলিশের ডিআইজি মুকাদ্দাস হায়দার জানিয়েছেন, একটি সাদা গাড়িতে করে কয়েক জন হস্টেল থেকে কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ঢুকতেই সেটি বিস্ফোরণ হয়। কী ভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আপাতত উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্য একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিস্ফোরণে সাতজন শিশু জখম হয়েছে। আব্দুর রহিম শহিদ উচ্চ বিদ্যালয়ের কাছে ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিস্ফোরণ হয়। সেখানে তখন পরীক্ষা চলছিল বলে খবর।

উল্লেখ্য, কয়েকদিন আগে আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে আকাশপথে হামলা চালানোর অভিযোগ ওঠে পাক বায়ুসেনার বিরুদ্ধে। এই ঘটনার পর কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে তলব করে তালিবান সরকার।পাকিস্তানের সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয় যে, জঙ্গিদের খতম করতেই এই অভিযান চালানো হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, পাক যুদ্ধবিমানগুলি আদতে সীমান্ত এলাকায় যাযাবর গোষ্ঠীকে টার্গেট করেছে। ওই হামলায় মহিলা, শিশু-সহ ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান।

পাকিস্তান আগামী দিনে এভাবে হামলা চালালে ফল যে ভালো হবে না, সে কথা স্পষ্টভাষায় জানিয়েছিল আফগানিস্তান।

আরও পড়ুন: Nigeria Blast: অবৈধ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে ১০০ জনের মৃত্যু, বাড়তে পারে মৃতের সংখ্যা