A pregnant woman died in a truck accident in Bangladesh, a baby girl was born on th spot

Bangladesh: ট্রাক দুর্ঘটনায় মৃত্যু অন্তঃসত্ত্বার, পেট ফেটে জন্ম হল শিশুকন্যার

শনিবার বিকেলে ওপার বাংলায় ভয়াবহ এক ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। তবে একই সঙ্গে ওই দুর্ঘটনাতেই জন্ম নিয়ে এক প্রাণ (Birth)।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার বিকেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁদের সঙ্গে ছিল তাঁদের মেয়েও। ময়মনসিংহের ত্রিশালায় ডাক্তারের ক্লিনিক থেকে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম জাহাঙ্গীর আলম, রত্না আক্তার এবং ছয় বছরের মেয়ে সানজিদা।

আরও পড়ুন: Sri lanka Crisis: বাসভবন দখল নিল জনতা,পালালেন প্রেসিডেন্ট রাজাপক্ষে

দুঘর্টনার পর অন্তঃসত্ত্বা রত্নার পেট ফেটে গিয়ে বেরিয়ে আসে শিশুকন্যাটি। তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত সুস্থ আছে নবজাতক। তার হাতে আঘাত লেগেছে। তবে আর কোনও গুরুতর সমস্যা নেই। এমন ঘটনায় হতভম্ভ সকলেই। একটি মেডিক্যাল বোর্ড গঠন করে সদ্যোজাত মেয়েটির চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Ivana Trump: প্রয়াত ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা, বিচ্ছেদের সময় তুলেছিলেন ধর্ষণের অভিযোগ