সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে (Abu Dhabi Blast) জোড়া হামলা চালাল ইরান-ইয়েমেন মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী। ড্রোন হামলায় (Drone Attack) তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু’ জন ভারতীয় বলে খবর। অপরজন পাকিস্তানের নাগরিক। বিস্ফোরণে জখম হয়েছেন আরও ছ’জন। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হাউথি (Houthi Movement)।
আবু ধাবি পুলিস সূত্রে খবর, হামলায় বিমানবন্দরের(Abu Dhabi International Airport) কাছে মুসাফা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। সেখানেই ছিল তেল উত্পাদন সংস্থা ADNOC-র গোডাউন। বিস্ফোরণের চোটে বিমানবন্দরে কাছ ঘেঁসে থাকা একটি কনস্ট্রাকশন সাইটে আগুন লেগে যায়।
আরও পড়ুন: পাকিস্তানের মুরীতে প্রবল তুষারপাতে গাড়ির ভিতর আটকে মৃত ২২
এদিকে, ওই হামলার দায় স্বীকার করেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুথি(Houthi)। সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া সারেই এক বিবৃতিতেত জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে(UAE) ঢুকে হামলা চালিয়েছে হুথি। তবে এর বেশি কিছু বলতে চায়নি জঙ্গি নেতা।
প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে একটি ছোট বিমানের অংশ উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি যথেষ্ট হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানার উত্তরে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অভিযান শুরু করেসে সে দেশের সরকারি বাহিনী। শাবওয়া এবং মারিব অঞ্চলে লড়াইয়ে ইয়েমেন সেনাকে সংযুক্ত আরব আমিরশাহি মদত দিচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরের নিচে বিশাল অগ্ন্যুৎপাত, মার্কিন মুলুকে জারি সুনামি সতর্কতা, দেখুন ভয় ধরানো ভিডিও