বলিভিয়ার একটি অঞ্চলে এলিয়েনের মৃতদেহ পড়ে রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। সেই ছবি এবং ভিডিয়ো ঘিরে শুরু হয়ে যায় জোর জল্পনা। বলিভিয়ার ছোট্ট জনবসতি হুয়ারিনায় মাত্র ১৩০০ মানুষের বসবাস। সেই হুয়ারিনাতেই নাকি ইউএফও খারাপ হয়ে আকাশ থেকে পড়ে। এরপর ইউএফও থেকেএলিয়েনের দেহ মাটিতে পড়ে যায় বলে অনেকে দাবি করেন। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। দেখুন সেই ছবি…
Mayat Sekecil Jenglot Ditemukan, Warga Bolivia Yakin Bangkai Alien https://t.co/eKH1en8O2k pic.twitter.com/tECPnOPUhs
— Nenmanews (@nenmanews) March 31, 2023
ওই ‘রিয়্যাল লাইফ এলিয়েন’টিকে নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাণীটি আদৌ ভিনগ্রহী কি না, সে সব বিষয় নিয়ে তো ধন্দের অবকাশ রয়েছেই। তবে তার থেকেও বড় রহস্যজনক বিষয়টি হল, ওই ভিনগ্রহী প্রাণীটিকে বলভিয়ার গ্রামটির মানুষজন মৃত অবস্থায় দেখলেও সেটি নিঁখোজ বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, ওই প্রাণীটিকে তাঁরা মৃত অবস্থায় দেখলেও পরবর্তীতে তা নর্দমা থেকে রহস্যজনক ভাবে গায়েব হয়ে যায়। সংবাদমাধ্যম ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, বলিভিয়ার লা পাজ়ের ছোট্ট শহর হুয়ারিনাতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। একাধিক অনলাইন পোর্টাল ভিডিয়ো প্রকাশ করে বলিভিয়ার গ্রামের মানুষজনের অবাক দাবিটিকে সত্য প্রমাণিত করেছে।
ভিডিয়োটি আবার শেয়ার করা হয়েছে @F10HD_BOLIVIA নামক একটি টুইটার পেজ থেকে। সেখানেই UFO-র মতো বস্তুটিকে দেখা গিয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, রহস্যময় ওই প্রাণীটি আকারে খুবই ছোট ছিল। সেটি যে কিউটও ছিল, সে কথাও জানিয়েছেন বলিভিয়ার মানুষজন। এখন ওই প্রাণীটি সত্যিই এলিয়েন কি না, তার থেকেও বড় প্রশ্ন হল প্রাণীটিকে সেখান থেকে সরাল কারা। এই রহস্য আরও জোরাল হচ্ছে, কারণ প্রাণীটিকে দেখার দুই দিন আগে ওই গ্রামের মানুষজনই রাতের আকাশে সবুজ আলো দেখেছিলেন। তাঁরা বিশ্বাস করছেন, একটি UFO বা এলিয়েন মহাকাশযান ওই প্রাণাটিকে পৃথিবীতে নিয়ে এসেছিল।
আরও পড়ুন: Donald Trump: অবশেষে গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, তোপ দাগলেন বাইডেনকে