Ansarullah Bangla Team favoured CM Mamata Banerjee

Mamata: বাংলাকে মোদীর শাসনমুক্ত করুন, মমতাকে চাপে ফেলতে কি অন্য ছক?

বাংলাকে মোদীর শাসনমুক্ত করুন। এই আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ডাক দিলেন বাংলাদেশের আল কায়েদাপন্থী ইসলামি দল আনসারুল্লা বাংলার প্রধান জশিমুদ্দিন রহমানি। প্রসঙ্গত, বাংলাদেশে পটপরিবর্তনের পর থেকে সেদেশে ভারত-বিরোধী শক্তিগুলি মাথাচাড়া দিচ্ছে। মুহম্মদ ইউনুসের নেতৃত্বে তদারকি সরকার ক্ষমতায় এসে জেল থেকে মুক্তি পান কট্টর ইসলামপন্থী রহমানি।

কূটনৈতিক মহল বলছে বাংলাদেশে যে ভারত বিরোধীতা সামনে এসেছে তার পিছনে হিন্দু -মুসলিম কোনো ইস্যু নেই। আসলে প্রতিবেশী দেশ ভারতের ওপর হাসিনা সরকার এমন নির্ভরশীল হয়ে উঠেছিল যে তা সেদেশের সাধারণ মানুষ ভালো চোখে দেখছিল না। আওয়ামী লীগ নেতা মন্ত্রীরা প্রচারেও বলছিলেন হাসিনা সরকারকে রেখে দেবে নয়া দিল্লি। সার্বভৌম কোনো দেশের নাগরিক তা ভালোভাবে নিতে পারেনি ।

তাদের অনেকের অভিযোগ হাসিনা ভারতের প্রশ্রয়ের দিনের পর দিন গণতন্ত্রকে কাঁচকলা দেখানোর সাহস দেখিয়েছিলেন । যদিও রাজনৈতিক স্বার্থে বিষয়টিকে হিন্দু মুসলিম ইস্যু হিসাবে দেখাচ্ছে বহু মিডিয়া।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের আজাদির জন্য রহমানি পাকিস্তান ও আফগানিস্তানের সাহায্য প্রার্থনা করেছেন। উল্লেখ্য, আনসারুল্লা বাংলা দল হল আল কায়েদার ভারতীয় উপমহাদেশের একটি গোষ্ঠীদল। ভারতে এই দলটি নিষিদ্ধ, শেখ হাসিনার আমলেও রহমানি জঙ্গি কার্যকলাপের অভিযোগে জেলবন্দি ছিলেন।

ইংরেজি সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, রহমানি ভিডিও বার্তায় বলেছেন, আমি ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছি। বাংলাদেশ সিকিম বা ভুটানের মতো নয়। এটা ১৮ কোটি মুসলিমের দেশ। তোমরা যদি বাংলাদেশের দিকে একটি পাও বাড়াও, তাহলে আমরা চিনকে বলব মুরগির গলা (শিলিগুড়ি করিডর) টিপে ধরতে। আমরা সাত বোনকে (উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়) বলছি, আজাদির আন্দোলনে যোগ দিতে।