At Least 14 Die As Blasts Rock Afghanistan Cities; Several Injured

Afghanistan: নামাজ চলাকালীন মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১৪, আহত বহু

রমজান মাসেও ফের রক্তাক্ত হল আফগানিস্তানের মাটি৷ মসজিদের সামনে একাধিক বিস্ফোরণ প্রাণ কেড়ে নিল বহু মানুষের৷ আহত হয়েছেন আরও অনেকে৷

বৃহস্পতিবার দুপুরে শিতে মসজিদ বিস্ফোরণে (Blast) হামলা চলে। যদিও শাসকদলের তরফে স্থানীয় তালিবান নেতা মহম্মদ আসিফ ওয়াজেরির দাবি, অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন এই হামলায়। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন। এ নিয়ে চলতি সপ্তাহে আফগানিস্তানের মসজিদে দ্বিতীয় হামলা ঘটল। রমজানের মাসে এমন অশান্তির ঘটনায় আতঙ্কিত সে দেশের আমজনতা।

মাজার-ই-শরিফের শিতে মসজিদে দুপুর নাগাদ রমজানের (Ramadan) প্রার্থনা চলছিল। আচমকাই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। বোঝা যায়, বিস্ফোরণ ঘটেছে। প্রার্থনার রেশ কেটে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। ঘটনার অভিঘাত কাটতে না কাটতেই দেখা যায়, মসজিদ চত্বরে পড়ে রয়েছে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ। স্থানীয় স্বাস্থ্যদপ্তরের তরফে জিয়া জেন্দানি জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই সংখ্যা অন্তত ৫০।

আরও পড়ুন: Pakistan: ৭৫ বছরে ২৯ জন প্রধানমন্ত্রী, কিন্তু কেউই পূর্ণ করতে পারেননি ৫ বছর!

প্রত্যক্ষদর্শী এক মহিলা জানিয়েছেন, বোনকে সঙ্গে নিয়ে তিনি মসজিদের কাছে মার্কেটে কেনাকাটা করছিলেন৷ হঠাৎ বিকট শব্দ শুনতে পান৷ কিছুক্ষণ পর দেখেন গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে গিয়েছে৷ বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে দোকান বাজার বন্ধ করে ছুটে পালাতে থাকেন সবাই৷ বিস্ফোরণের জেরে মসজিদ এবং আশেপাশের দোকান ঘরগুলিরও ক্ষতি হয়৷

আরও পড়ুন: Dhaka Clash: পড়ুয়া-ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, তীব্র যানজট শহর জুড়ে