At least 51 dead in Iran coal mine explosion

Iran: ইরানের কয়লা খনিতে বিস্ফোরণ, হত ৫১

ইরানের দক্ষিণ খোরাসন প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণের জেরে কমপক্ষে মৃত্যু হয়েছে ৫১ জনের। গুরুতর জখম আরও ২০। সূত্রের খবর, মিথেন গ্যাসের জন্যই ওই কয়লাখনির দুটি ব্লকে বিস্ফোরণ হয়েছে। একটি ব্লকে উদ্ধারকাজ শেষ হয়েছে। ওই ব্লক থেকে ৩০ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। জখম ১৭। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। অপর একটি ব্লকে শুরু হয়েছে উদ্ধারকাজ। সেখান থেকে এখনও পর্যন্ত ২১ জনের দেহ উদ্ধার হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কয়লার খনিটির অবস্থান ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে আরও বলা হয়, মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে সময় খনিতে ৬৯ জন কর্মী কাজ করছিলেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বিস্ফোরণ ঘটে।