হাসিনা সরকার উত্খাত হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে সেদেশের সংখ্যালঘুদের উপরে। তাদের ধর্মস্থানের উপরেও হামলা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদে শনিবার ঢাকা ও চট্টগ্রামে বিরাট প্রতিবাদ সমাবেশ করে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুরা। এর মধ্যেই খবর হল, এবার পুজোয় ছুটির সংখ্যা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে একটি বৈঠক করতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি হিন্দুধর্মের মানুষের কথা শুনবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রকের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সেখানের সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ইউনূসের কাছে তুলে ধরার জন্য আট দফা দাবির একটি তালিকা তৈরি করেছে একটি হিন্দু ছাত্র সংগঠন। অন্যান্য সংখ্যালঘু ও হিন্দুদের উপর হামলার কড়া নিন্দা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস।
প্রসঙ্গত, বাংলাদেশে দুর্গাপুজোয় এক দিনের ছুটি থাকে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “দুর্গাপুজোয় দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কি? ছুটি আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এই বিষয়ে সচিবকে বলেছি। ছুটি বাড়ানোর বিষয়ে ক্যাবিনেটে আলোচনা হবে।”
নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে সাখাওয়াত বলেন, ‘ওঁরা কয়েকটা দাবি দেওয়া দিয়েছেন, সেগুলো অনেক পুরনো, নতুন বিষয় নয়। আমার কাছে ওঁরা এইটুকু প্রমিস করেছেন, যারা বুঝে না বুঝে আন্দোলন করার চেষ্টা করছেন, সেটা সঠিক নয়। আমরা হয়তো তাদের সঙ্গে বৃহৎ পরিসরে কথা বলব। আমি এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করব, অন্তত দুর্গাপূজায় তিন দিন ছুটি হয়, তিনদিন না হলে যাতে কমপক্ষে দুদিন ছুটি হয়। ক্যাবিনেটে যা এখন করা যায় তাই হবে। যেগুলো এখন করা যাবে না, যেগুলো সংবিধানের কিছু বিষয় আছে, আমাদের তো সংবিধান পরিবর্তন করার কোন প্রভিশন নেই। এটা আমাদের সুপারিশে থাকবে সংবিধানের যদি কখনো হাত লাগানো হয়, সংবিধানের অনেক বিষয় আমাদের হাত লাগাতে হবে। আমরা ডিক্টেটরশিপ চাই না, আমরা জবাবদিহি সরকার চাই।’
উল্লেখ্য, জনসংখ্যার রিপোর্ট অনুসারে, বাংলাদেশে প্রায় ১.৩৫ কোটি হিন্দু বাস করেন। সেখানের মোট বাসিন্দাদের প্রায় ৮ শতাংশ হিন্দু।