Bangladesh Unrest: Md Younus yunus govt blames hasina for mujib house demolition

Bangladesh Unrest: মুজিবের বাড়ি ভাঙচুর নিয়ে প্রথম বিবৃতি বাংলাদেশের, ইউনূস দুষলেন হাসিনাকেই

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি এখন অতীত। বুধবার রাতে ‘বিপ্লবী ছাত্ররা’ হামলা চালায় শেখ মুজিবর রহমানের বাড়িতে। বৃহস্পতিবার সকালেও চলে ধ্বংসলীলা। বাড়িটি গুঁড়িয়ে যাওয়ার পর অবশেষে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই ঘটনাকে ‘অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁর সরকারের তরফে যে বিবৃতি পেশ করা হয়েছে সেখানে এই ঘটনার দায় চাপানো হয়েছে শেখ হাসিনার উপরেই। ইউনুসের দাবি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর তারই বহিঃপ্রকাশ এই দুর্ঘটনা।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গত ছ’ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনও ধরনের আক্রমণ, ধংসযজ্ঞ হয়নি। বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দু’টো অংশ রয়েছে। একটা অংশ হল, জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা আত্মদান করেছেন শেখ হাসিনা তাঁদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহিদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন।’’

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, জুলাইয়ের ‘গণহত্যা’ নিয়ে সাধারণ মানুষের মনে যে ‘ক্ষত’ রয়েছে, তাতে আঘাত করেছেন হাসিনা। তার প্রভাবেই এই ঘটনা হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দেশ এবং জনগণকে রক্ষার বিষয়ে সচেতন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।