২০২৪ সালে (US president election 2024 ) ফের আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের দৌড়ে শামিল হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris will be running mate of Joe Biden in 2024)৷ মার্কিন রাষ্ট্রপতি হিসেবে এক বছর পূর্তিতে এমন সম্ভাবনার কথা জানালেন জো বাইডেন (US president Joe Biden)৷ তাঁর দাবি, আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে তিনি যদি লড়েন, তাহলে তাঁর রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদের জন্য ফের লড়বেন কমলা ৷
গতকালই প্রেসিডেন্ট পদে এক বছর পূর্ণ করেন জো বাইডেন। সেই উপলক্ষেই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসে। সেখানেই কমলা হ্যারিসকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে ৷ ভোটাধিকার নিয়ে ভাইস প্রেসিডেন্টের কাজে কি তিনি সন্তুষ্ট ? ২০২৪ সালেও কি কমলাই ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন ? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বাইডেন বলেন, “হ্যাঁ, হ্যাঁ ৷ এক নম্বর কথা হল, তিনিই আমার রানিং মেট হবেন ৷ আর দ্বিতীয় কথা হল, আমি তাঁকে দায়িত্ব দিয়েছি ৷ আমি মনে করি তিনি খুব ভাল কাজ করছেন ৷”
আরও পড়ুন: পর্যটক বোঝাই নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়! মৃত ৭, দেখুন মর্মান্তিক ভিডিও
কমলা হ্যারিস আমেরিকার প্রথম ভাইস প্রেসিডেন্ট যিনি একজন মহিলা, কৃষ্ণাঙ্গ এবং ভারতীয়-মার্কিন বংশোদ্ভূত ৷ ওকল্যান্ডে জন্ম তবে বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার বার্কলেতে ৷ তাঁর বাবা-মা ভারত ও জামাইকা থেকে ওয়াশিংটনে গিয়ে বসবাস শুরু করেছিলেন ৷
আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে উঠল আবু ধাবি বিমানবন্দর এলাকা, নিহত ২ ভারতীয়-সহ ৩