Brazil: Bolsonaro supporters invade Brazil presidential palace, Congress, Supreme Court

Brazil: ফিরল ক্যাপিটাল হামলার স্মৃতি! সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট প্যালেসে,সংসদে- সমর্থকদের তাণ্ডব

ব্রাজিলের (Brazil) ‘হেরো’ প্রাক্তন প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর (Jair Bolsonaro) কয়েকশো সমর্থক হামলা চালায় কংগ্রেস (Congress) বা সংসদীয় ভবনের উপর। দখল নেয় প্রেসিডেন্ট ভবন (Presidential Palace) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court)। পুলিশ ব্যারিকেড ভেঙে রবিবার তারা ঢুকে পড়ে এইসব বাড়িতে। প্রেসিডেন্ট লুই লুলা দা সিলভা (President Luiz Inacio Lula da Silva) এহেন ফ্যাস্তিস্ত হামলার নিন্দা করেছেন।

প্রসঙ্গত, বছর ২ আগে আমেরিকার ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি এ ভাবেই হামলা চালিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এবারেও পরাজয় মেনে নিতে না পেরে বোলসোনারোর সমর্থকরা গায়ের জোরে সবকিছুর দখল নিতে চেয়েছেন। ভাগ্যক্রমে লুলা সেই সময় সেখানে ছিলেন না। সাও পাওলো গিয়েছিলেন তিনি। ব্রাসিলিয়ায় এই তাণ্ডবের নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার কড়া নিন্দা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও (Joe Biden)।

আরও পড়ুন: Reham Khan: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের প্রাক্তন স্ত্রী, ৪৯ বছরের রেহামের পাত্র কে?

ডোনাল্ড ট্রাম্পের ‘বন্ধু’ হিসেবে পরিচিত অতি ডানপন্থী নেতা জাইর বোলসোনারো ( Jair Bolsonaro)-কে ভোটে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছেন বামপন্থী লুলা দা সিলভা (Lula da Silva)। ২৫ ডিসেম্বর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। তবে, ভোটে হার মানতে পারেনি বলসেনারোর সমর্থকরা। গত কিছুদিন ধরে বারবার দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভের নামে ভাঙচুর, তাণ্ডব চলেছে। সেনা অভ্যত্থানের দাবি তুলেছে বলসেনারো শিবির। সেই দাবিতেই রবিবার নজিরবিহীন কাণ্ড ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় (Brasilia)।

রাজধানী ব্রাসিলিয়ার নিরাপত্তা বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন লুলা। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাষ্ট্রপতি ভাবন, সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসে হামলার নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন: British Airways: বিমানসেবিকাদের জন্য হিজাব চালু করছে ব্রিটিশ সংস্থা