রবিবার দুপুরে রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের (Narayanganj) শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি হয়। রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় এমএল আশরাফউদ্দিন নামের লঞ্চটি ডুবে যায়। এখনও পর্যন্ত বহু যাত্রী নিখোঁজ। সোমবার দুপুর পর্যন্ত ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনার জেরে সোমবার রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
লঞ্চডুবির ঘটনার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে সোমবার। তাতে দেখা যাচ্ছে, পিছন দিক থেকে রূপসী-৫ নামে জাহাজটির ঠেলা খেতে খেতে যাত্রিবোঝাই এমএল আশরফউদ্দিন লঞ্চটি বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে জলের উপর কাত হয়ে ঢুবে যাচ্ছে। যাত্রীদের অনেককে জলে লাফিয়ে পড়তে দেখা যাচ্ছে। পাড়ে দাঁড়ানো অদূরে অন্য একটি লঞ্চের প্রত্যক্ষদর্শীদের চিৎকারও শোনা যাচ্ছে ওই ভিডিয়োয়।
আরও পড়ুন: Lockdown: ১ কোটি ৯০ লাখ বাসিন্দাকে ‘ঘরবন্দি’ করল চিন! ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ
উদ্ধারের কাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত দমকল বিভাগের লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে জলপুলিশ এবং বাংলাদের উপকূলরক্ষী বাহিনীর ডুবুরি দলের সাহায্য নেওয়া হচ্ছে। বাংলাদেশ দমকল বিভাগের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন সোমবার দুপুরের বলেন, ‘‘লঞ্চডুবিতে এ পর্যন্ত ছ’জনের দেহ মিলেছে। নিখোঁজদের মধ্যে পাঁচ জনের পরিচয় জানা গিয়েছে। সোমবার ভোরে এমএল আশরফউদ্দিন লঞ্চটি উদ্ধারকারী জাহাজ দিয়ে টেনে নদীর তীরে আনা হয়। লঞ্চের ভেতরে কোনও দেহ পাওয়া যায়নি।’’
নারায়ণগঞ্জ থেকে মুনসিগঞ্জ পর্যন্ত লঞ্চ বা ফেরি চলাচল (Ferry service) বন্ধ সোমবার থেকে। লঞ্চ টার্মিনালের পাশে লঞ্চগুলো বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। বিনা নোটিসেই এভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে সাধারণ মানুষজন। যাত্রীরা ঘাটে আসছেন। লঞ্চ বন্ধ থাকার কথা শুনে তাঁরা ফিরে যাচ্ছেন।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো দেশগুলিকে একজোট করতে পোল্যান্ডে বাইডেন