Flight cancelled as a passenger defecates on the floor of the toilet

Flight: বিমানের টয়লেটের মেঝেতে মলত্যাগ, বাতিল করা হল ফ্লাইট

রবিবার রাতে স্পেন থেকে লন্ডন যাওয়ার বিমান বাতিল করা হয়েছে বলে খবর। ইজিজেট সংস্থার ওই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে বিমান বাতিলের কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনিও। মেট্রোর খবর অনুসারে জানা গিয়েছে, একজন যাত্রী শৌচাগারের মেঝেতে মলত্যাগ করে ফেলেছিলেন। এরপরই বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

টেনেফায়ার বিমানবন্দর থেকে রবিবার রাত ১০টা ০৫ মিনিট নাগাদ বিমানটি ছাড়ার কথা ছিল। লন্ডনে সেটা যেত রাত ১২টা ২০ মিনিট নাগাদ। এদিকে বিমান ছাড়া নিয়ে প্রথম থেকেই টালবাহানা করা হচ্ছিল। শেষ পর্যন্ত বিমানটি বাতিল করা হয়।

সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে পাইলটকে বলতে শোনা যাচ্ছে, সামনের টয়লেটের মেঝেতে কেউ একজন মলত্য়াগ করেছেন। বিমান ছাড়ার চেয়ে এখানে থাকাটাই ভালো। এখন বলা হচ্ছে আপনারা বিমান থেকে বেরিয়ে হোটেলে চলে যান। আমরা কাল সকালে ফের যাব। এদিকে এক যাত্রীকে বলতে শোনা যায় কে করল এই কাণ্ড!

তবে বিমান বাতিলের এই আজব কারণের কথা জেনে কার্যত হতবাক যাত্রীরা। তবে বিমান সংস্থা পরে জানায় হোটেল মেলেনি কাছাকাছি জায়গায়। সেকারণে যাত্রীদের নিজেদেরই ব্যবস্থা করে নিতে হবে।