Floods, Landslides Kill 66 People In Nepal

Nepal নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৬৬, নিখোঁজ ৬ ফুটবলার

টানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপালের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন একাধিক। তাদের মধ্যে রয়েছেন ৬ ফুটবলারও। নিখোঁজ ফুটবলারদের সন্ধানে বিশেষ তল্লাশি অভিযান চলছে। গতকাল শুক্রবার রাত থেকেই নেপালের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর বৃষ্টির ফলে একাধিক জায়গায় নেমেছে ভূমিধস। আর ওই ভূমিধসে নিখোঁজ হয়েছেন নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল একাডেমির ছয় খেলোয়াড়।নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, মকবানপুর জেলার একটি হোস্টেলে রাখা হয়েছিল অনূর্ধ্ব-১৬ বছর বয়সীর ৪০ ফুটবলারকে। তার মধ্যে ৩৪ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া সম্ভব আদিত্য বালামি, প্রিয়ন্ত আচার্য, অনুপম ঘালান, সায়মন্ড ইয়োঞ্জন, দিবস বানিয়া ও বিকল রেগমি ভূমিধসে নিখোঁজ হয়ে যান।

ভিমফেদি পুলিশের ইন্সপেক্টর ললিতা ধাকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কাঠমান্ডুর কাছে ইন্দ্র সরোবরে ভূমিধসের খবর পেয়ে উদ্ধারকারী দল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছয়। ভূমিধসে চাপা পড়াদের খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে।’ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত উদ্ধারকার্য চলছে। যদিও খোঁজ মেলেনি ওই ছয় ফুটবলারের।