Hajj 2024: Saudi Arabia Says No Place For 'Political Slogans' In Hajj In Apparent Reference To Gaza War

Hajj 2024: গাজায় যুদ্ধের আবহেই শুরু হজের শেষ পর্ব, সৌদি সরকারের নিষেধাজ্ঞা ‘রাজনৈতিক স্লোগানে’

পবিত্র হজের অংশ হিসেবে হাজিরা মিনায় এসেছেন। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের ইচ্ছা মনে নিয়ে তাঁরা মক্কা থেকে রওনা হন মিনার উদ্দেশে। তাঁদের মুখে ছিল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ ( “Here I am [at your service] O God, here I am. Here I am [at your service]. You have no partners (other gods). To You alone is all praise and all excellence, and to You is all sovereignty. There is no partner to You.”)

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার মিনায় এসে পৌঁছেছেন।  ইসলামি ক্যালেন্ডার মেনে শুক্রবার হজযাত্রার সূচনার কথা ঘোষণা করেছে সৌদি আরব সরকার।এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ বিদেশি হজযাত্রীর আগমনের কথা জানিয়েছে সৌদির হজ ও উমরা মন্ত্রক। এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে থাকা তীর্থযাত্রীদের জন্য নতুন নিয়ম সৌদি সরকারের। হজ যাত্রার চলাকালীন কোনও রকম রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না বলে জানিয়েছেন সেদেশের হজমন্ত্রী তৌফিক আল রাবিয়া।  ইজরায়েল-হামাস যুদ্ধের কথা মাথায় রেখেই সৌদি আরবের হজ ও ওমরাহ বিভাগের মন্ত্রী এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

সে দেশের হজমন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেছেন, ‘‘পবিত্র হজযাত্রা চলাকালীন রাজনীতি এবং গোষ্ঠী সম্পর্কিত যে কোনও ধরনের স্লোগান কঠোর ভাবে নিষিদ্ধ। পবিত্র হজ হল শান্তি, আরাধনা এবং অ্যাধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরের প্রার্থনা। সেখানে রাজনীতির কোনও স্থান নেই।’’ তিনি আরও বলেন যে, ‘হজ যাত্রীদের রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক স্লোগান দেওয়ার কোনও এখতিয়ার নেই। যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক কার্যক্রমে অংশ নেয়, তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।’

ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থক বিভিন্ন মুসলিম সংগঠন সৌদি সরকারের এই পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছে। ফলে হজযাত্রার সময় মক্কায় উত্তেজনার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। মুসলিমরা এক্স হ্যান্ডেলে সৌদি আরবকে কোণঠাসা করেছে। এমন একটি সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যখন গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। হজের মধ্যেই বিশ্বজুড়ে মুসলমানরা ফিলিস্তিনীয়দের সমর্থন করছে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘ইসলাম একটি জীবন ব্যবস্থা। ইসলামে রাজনীতি ও ইবাদতের মধ্যে কোনও বিভাজন নেই।’