Hezbollah Warns of Larger Attacks After Drone Strike Evades Israeli Defense System"

Hezbollah: ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ড্রোন হিজবুল্লাহর, বড় হামলার হুঁশিয়ারি

The News Nest : লেবাননের (Lebanon)সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। গতকাল রোববার ইসরায়েলের(Israel) হাইফা এলাকার কাছে একটি ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যেতে থাকে, তবে এর জবাবে দেশটিতে আরও হামলা চালানো হবে।‍

হিজবুল্লাহ জানায়, তারা আকরে এবং হাইফা অঞ্চলে একাধিক ড্রোন একসঙ্গে উড়িয়েছে, যার মধ্যে কিছু নতুন ধরনের ড্রোন রয়েছে। এই ড্রোনগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে আকাশসীমায় প্রবেশ করেছে এবং হাইফার দক্ষিণে বেনইয়ামিনা প্রশিক্ষণকেন্দ্রে (Beniamina Training Center)সফলভাবে আঘাত হেনেছে। হামলার সময় ওই স্থানে ইসরায়েলি সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ধরনের আক্রমণ ইঙ্গিত দেয় যে হিজবুল্লাহ আরও বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েল-লেবানন সংঘাতকে আরও উত্তপ্ত করতে পারে ।

গোষ্ঠীটি আরও জানায়, আকরে ও হাইফা অঞ্চলে একযোগে তারা বহু ড্রোন (Drone Strike )উড়িয়েছে, যার মধ্যে কিছু নতুন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ড্রোনগুলো ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’-কে ফাঁকি দিয়ে ইসরায়েলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে যে ড্রোনগুলো ইসরায়েলের রাডারে ধরা না পড়ে হাইফার দক্ষিণে বেনইয়ামিনা প্রশিক্ষণকেন্দ্রে আঘাত করেছে। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এই আক্রমণ ইঙ্গিত দেয় যে, হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থায় ফাঁক খুঁজে পেয়েছে এবং ভবিষ্যতে আরও বড় ও সমন্বিত আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়ে চলেছে, যা আঞ্চলিক অস্থিরতা আরও তীব্র করার আশঙ্কা তৈরি করেছে।