Hindu Temple Defaced In Toronto, India Raises Issue With Canada

টরন্টোর স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে কালিস্তানি স্লোগান, নিন্দায় ভারত

টরন্টোর স্বামীনারায়ণ মন্দিরে শোনা গেল ভারত বিরোধী স্লোগান।এমনকী খলিস্তানের সমর্থনে দেওয়াল লিখনও দেখা গেছে মন্দিরে। এরপর মন্দির ভাঙচুরের অভিযোগও রয়েছে। এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছে ভারত। বুধবার ভারতীয় হাইকমিশনের তরফে টুইট করে বলা হয়, ‘‌টরন্টোর বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে ভারত বিরোধী দেওয়াল লিখনের তীব্র নিন্দা করা হচ্ছে। কানাডা কর্তৃপক্ষকে অনুরোধ এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।’‌

কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আর্য টুইট করেছেন, ‘‌টরন্টোর বিএপিএস স্বামীনাথন মন্দিরে খলিস্তানি চরমপন্থীদের তাণ্ডবের নিন্দা সবার করা উচিত। অতীতেও কানাডার হিন্দু মন্দিরে এই ধরনের ঘৃণা ও অপরাধ সংগঠিত হয়েছে। এই ধরনের ঘটনা হিন্দুদের অস্বস্তিতে ফেলে দেয়।’‌

কানাডার আর এক ভারতীয় বংশোদ্ভূত সাংসদ সোনিয়া সিধু টুইট করেছেন, ‘‌টরন্টোর বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তাতে ভীষণ বিব্রত বোধ করছি। আমরা বহু সংস্কৃতি ও বহু বিশ্বাসের সম্প্রদায়ে বসবাস করি। যেখানে সবার নিরাপদ বোধ করা উচিত। ষড়যন্ত্রকারীদের এমন কাণ্ডের জন্য শাস্তি পাওয়া উচিত।’‌

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রাম্পটনের মেয়র (Mayor of Brampton) প্যাট্রিক ব্রাউনও (Patrick Brown) ৷ টুইটারে তিনি লিখেছেন, “কানাডায় এমন ঘৃণার কোনও স্থান নেই ৷ আমার আশা, যে অপরাধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা আইন অনুসারেই শাস্তি পাবে ৷”

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই টরোন্টোর ছ’টি মন্দিরে হামলা চালানো হয়েছিল ৷ এমনকী, মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ অর্থ এবং বিগ্রহের গয়না পর্যন্ত লুঠ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা ৷