মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ বার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আইসল্যান্ড (Iceland)। পরপর ৮০০ বার ভূমিকম্পের পরই আইসল্যান্ডে জারি করা হয়েছে জরুরি অবস্থা (State of Emergency)। এভাবে লাগাতার ভূমিকম্পের পরই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। যেকোনও মুহূর্তে অগ্নুৎপাত (Volcanic Eruption) হতে পারে।
জানা যাচ্ছে, আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে রেকজেন্স পেনিনসুলায় বার বার কম্পন অনুভূত হয় শুক্রবার। এর পরই জারি হয় জরুরি অবস্থা। সব কম্পন তীব্র না হলেও বেশ কয়েকটি কম্পন ছিল শক্তিশালী। সর্বোচ্চ কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.২। কেবল ১৪ ঘণ্টাই নয়, অক্টোবর থেকেই সেদেশে ঘনঘন ভূমিকম্প অনুভূত হয়েছে।দেশের দক্ষিণ-পশ্চিমে রেকজেন্স মালভূমিতে অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ২৪ হাজার বার কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার থেকে কম্পনের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। মনে করা হচ্ছে ওই এলাকায় শীঘ্রই কোনও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে। ঘন ঘন ভূমিকম্প তারই ইঙ্গিত দিচ্ছে।
রেকজেন্স মালভূমিতে গ্রিনডাভিক গ্রাম রয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থেকে যার দূরত্ব মাত্র তিন কিলোমিটার। এই গ্রামে চার হাজার মানুষের বাস। আবহবিদেরা জানিয়েছেন, কোনও আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হলেও তাতে আরও কিছু দিন সময় লাগবে। তার মধ্যে এই গ্রামটি খালি করার ব্যবস্থা করেছে আইসল্যান্ড প্রশাসন। জরুরি অবস্থা জারি করে দেশের মানুষকে সতর্ক করা হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য তাঁদের তৈরি থাকতে বলা হয়েছে।
রেকজেন্স মালভূমির ভূত্বকের পাঁচ কিমি নিচে বিপুল পরিমাণে লাভা জমে থাকার দিকটিও প্রশাসনের নজরে রয়েছে। শেষপর্যন্ত এই লাভা কম্পনের ফলে উপরে উঠে এলেই ভয়াবহ অগ্ন্যুৎপাত হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, আইসল্যান্ডে (Iceland) সব মিলিয়ে ৩৩টি সক্রিয় জ্বালামুখ রয়েছে। যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ।
#UPDATE | A local Icelander approaches the volcano in #Grindavik, amid #earthquake swarms and threats of an eruption.#Iceland
pic.twitter.com/jKC1c5XkqT— The Watcher 🌎 (@TheWatcherDaily) November 11, 2023