তোশাখানা মামলায় বড়সড় বিপাকে ইমরান খান। এই মামলায় তাঁকে ৩ বছরের জন্য কারাবাসের সাজা দেওয়া হয়েছে। এরই পাশাপাশি তাঁকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে ‘অযোগ্য’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৫ বছর ইমরান লড়তে পারবেন না কোনও ভোট।
চলতি বছরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছিল, মুসলিম নওয়াজ-পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের আমলে বেহাল আর্থিক পরিস্থিতির কারণে আবার জনপ্রিয়তা বাড়ছে ইমরানের। কিন্তু ভোটের আগে এই রায় নির্বাচনী ‘পিচে’ পাক ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কের ‘প্রত্যাবর্তন’কে অনিশ্চিত করে তুলল বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, তোষাখানা মামলার সূত্রপাত গত বছর ইমরান ক্ষমতা হারানোর পরে। দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে ইমরানের উপহার পাওয়া ঘড়ি তিনি ২০ লক্ষ ডলারে কিনে নিয়েছিলেন। ওই ব্যবসায়ী জানান, ২০১৯ সালে যখন ইমরানের দল পাকিস্তানের শাসনক্ষমতায় ছিল, তখন সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন তাঁকে ওই বহুমূল্য ঘড়ি উপহার দিয়েছিলেন। তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন অবৈধভাবে বিক্রি করে দিচ্ছিলেন সেই সমস্ত উপহার, যা পাকিস্তান রাষ্ট্র হিসাবে উপহার পেয়েছে।
আরও পড়ুন: PM Modi France Visit: আইফেল টাওয়ার থেকেও হবে UPI পেমেন্ট, ফ্রান্স সফরে বড় ঘোষণা মোদীর
ওই অভিযোগে প্রেক্ষিতে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছিল। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান গত অক্টোবরে ইসলামাবাদ হাই কোর্টে আবেদন জানালেও আদালত তা খারিজ করে দিয়ে আদালতের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে বলেছিল তাঁকে। এর পর গত মে মাসে ইসলামাবাদ পুলিশ লাইন্সের বিশেষ আদালত ইমরানকে দোষী সাব্যস্ত করেছিল।
আজ মামলার রায় দেওয়ার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসআই) হুমায়ুন দিলাওয়ার বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। দুর্নীতিচর্চায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।পাকিস্তানের নির্বাচন আইনের ১৭৪ ধারায় পিটিআইয়ের প্রধানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের রায় দেন।
এই রায়ের পরেই লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন পিটিআইয়ের পাঞ্জাব শাখা। টুইট বার্তায় বলা হয়েছে, ইমরান খানকে কোট লাখপাত জেলে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: Islam: ইসলামকে ‘মহান ধর্মের’ স্বীকৃতি দিতে প্রস্তাব মার্কিন কংগ্রেসে