বিজেপি মুখপাত্র নূপুর শর্মার নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে উত্তাল মধ্যপ্রাচ্য। নবী মহম্মদ সম্পর্কে কুরুচিকর মন্তব্য প্রতিবাদে কুয়েতের সুপারমার্কেট থেকে সরিয়ে ফেলা হচ্ছে ভারতীয় পণ্য। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে শুধু কুয়েত নয়, সৌদি আরব, বাহরাইন এবং অন্যান্য আরব দেশগুলির সুপারস্টোরগুলি থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় পণ্যও।
নবী হজরত মহম্মদকে নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নূপুর শর্মা। মন্তব্যের জন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলে, নিঃশর্তে মন্তব্য প্রত্যাহারের কথাও জানান তিনি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে নূপুরের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপও। দল থেকে সাসপেন্ড করেছে গেরুয়া শিবির। কিন্তু তাতেও চিড়ে ভিজছে না কুয়েতের। সেখানকার একটি সুপারমার্কেটের তাক থেকে সরিয়ে ফেলা হল ভারতীয় পণ্য।
আরও পড়ুন: China Plane Crash: ১২২ জনকে নিয়ে টেক অফের আগেই বিপত্তি, রানওয়েতে দাউদাউ জ্বলে উঠল বিমান!
VIDEO: Superstores in Kuwait remove Indian products from their shelves after remarks on the Prophet Mohammed by an official in India's ruling party prompted calls on social media to boycott Indian goods pic.twitter.com/AD1J3wTY2g
— AFP News Agency (@AFP) June 6, 2022
ভারত থেকে পাঠানো প্যাকেটবন্দি চা, চাল, লঙ্কার গুঁড়ো, মশলাপাতির মতো বস্তুকে প্লাস্টিকে মুড়িয়ে ফেলা হয়েছে। সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য যে সরিয়ে ফেলা হচ্ছে, তা আরবি ভাষায় লেখা রয়েছে মুড়িয়ে ফেলা পণ্যগুলির উপর। এখানেই থেমে থাকেনি সুপারমার্কেটগুলির সংগঠন। প্রতিবাদ আন্দোলনের অঙ্গ হিসেবে কুয়েক জুড়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে তারা।
বেশ কয়েকদিন আগে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা নবী হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন একটি চ্যানেলে। কিন্তু গত সাতদিনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মন্তব্যের কোনও নিন্দা করেননি। কিন্তুপশ্চিম এশিয়ার ইসলামিক দেশগুলি বিরক্তি প্রকাশ করতেই নড়েচড়ে বসে নয়াদিল্লি। এমনকি এহেন বিবৃতির জবাব চেয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে ইরান কুয়েত এবং কাতারের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি। ক্ষমাও চাইতে বলা হয়। যদিও এর মধ্যেই রবিবার তড়িঘড়ি নূপুর শর্মাকে সাসপেন্ড করে বিজেপি।
আরও পড়ুন: Pakistan: খুন হতে পারেন ইমরান! ইসলামাবাদে জারি ১৪৪ ধারা, শহর ঘিরল সেনা