দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় করল ঢাকা এবং নয়াদিল্লি। শনিবার বন্ধুত্বের পাইপলাইনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের প্রস্তাবিত খরচ ধরা হয়েছিল ৩৭৭ কোটি টাকা। তার মধ্যে ২৮৫ কোটি টাকা খরচ করা হয় শুধু বাংলাদেশের দিকে পাইপলাইন নির্মাণের জন্যই। ভারত এবং বাংলাদেশের মধ্যে এই প্রথম পাইপলাইন সংযোগ চালু হল।
শনিবার বিকেলে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যৌথ ভাবে ‘বন্ধুত্বে’র এই প্রকল্পের সূচনা করেন মোদী এবং হাসিনা। প্রকল্পের সূচনা করে হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মোদী। বলেন, “গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমিক অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সেই উন্নয়নযাত্রার শরিক হতে পেরে প্রতিটি ভারতবাসী গর্ব অনুভব করছেন।” প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে শেখ মুজিবর রহমানের প্রসঙ্গও। বঙ্গবন্ধুকে স্মরণ করে মোদী জানান, মুজিবর যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের কথা মাথায় রেখেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Viral News: কোমরের মাঝ বরাবর উঠেছে লেজ! বিরাট শোরগোল শিশুকন্যার জন্মে
শনিবার বিকেলে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যৌথ ভাবে ‘বন্ধুত্বে’র এই প্রকল্পের সূচনা করেন মোদী এবং হাসিনা। প্রকল্পের সূচনা করে হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মোদী। বলেন, “গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমিক অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সেই উন্নয়নযাত্রার শরিক হতে পেরে প্রতিটি ভারতবাসী গর্ব অনুভব করছেন।” প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে শেখ মুজিবর রহমানের প্রসঙ্গও। বঙ্গবন্ধুকে স্মরণ করে মোদী জানান, মুজিবর যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের কথা মাথায় রেখেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা মুজিবর রহমান জন্ম বার্ষিকীর পরের দিনই এদিনের এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এই যৌথ প্রকল্পটি সোনার বাংলা ভিশনের একটি বড় দৃষ্টান্ত।
প্রাথমিকভাবে বাংলাদেশের উত্তরভাগের সাতটি জেলায় এই হাইস্পিড ডিজেল পাঠানো হবে। ভারতের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালেই দুদেশের মধ্য়ে এনিয়ে সমঝোতাপত্র সাক্ষরিত হয়েছিল। তবে মাঝে কোভিড পরিস্থিতির জেরে কাজ কিছুটা থমকে যায়। তবে এবার সেই প্রকল্পের সুবিধা পাবে বাংলাদেশ। ভারতের অংশে প্রায় ৫ কিমি ও বাংলাদেশের অংশে ১২৬.৫ কিমি পাইপলাইন বসানো হয়েছে। সব মিলিয়ে ১৩১.৫ কিমি পাইপলাইন তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: Afghan Taliban: ভারতীয় সংস্কৃতি চেনাতে তালিবানকে আমন্ত্রণ বিদেশমন্ত্রকের! যোগ দিল প্রতিনিধিরাও