India Condemns US Congresswoman Ilhan Omar's Visit To Pak-Occupied Kashmir

PoK-তে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান, দেখা করলেন ইমরানের সঙ্গে, ক্ষুব্ধ নয়াদিল্লি

পাকিস্তান সফর গিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর (Ilhan Omar)।। এই প্রথম কোনো মার্কিন কংগ্রেসের সদস্য ইসলামাবাদ এলেন। দেশে দেশে মুসলমানদের বিরুদ্ধে বাড়তে থাকা বিদ্বেষ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় দুজনের মধ্যে।

এই সফরে অনেক পাকিস্তানি নেতার সঙ্গে দেখা করেছেন ইলহান ওমর। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার ও জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেত্রী ও সেদেশের প্রাক্তন মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি এক টুইটে জানান, বুধবার ইসলামাবাদের বানি গালায় ইমরান খানের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ইলহান ওমর। সাক্ষাৎকালে তিনি বিশ্বজুড়ে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ইমরান খানের অবস্থান ও কার্যক্রমের প্রশংসা করেন। তিনি মুসলমানদের পক্ষে সোচ্চার অবস্থানের জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান। এ সময় ইমরান খান বিভিন্ন ইস্যুতে ইলহান ওমরের সাহসী ও নৈতিক অবস্থানের প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম দুই কংগ্রেস সদস্যের একজন ইলহান আবদুল্লাহ ওমর। আট বছর বয়সে সোমালি অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছান ইলহান ওমর ২০১৭ সালে মিনেসোটার ফিফথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রথম কংগ্রেস সদস্য নির্বাচিত হন। সেবারই তাঁর সঙ্গে ডেট্রয়েট থেকে কংগ্রেসে নির্বাচিত হন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। মিনেসোটার ইতিহাসে প্রথম আফ্রিকান ও নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর। মিনেসোটার রাজধানী মিনেপলিস ও সংলগ্ন অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন তিনি। ইলহান ও রাশিদা তালিব দুজনই ফিলিস্তিনি ও অন্যান্য নিপীড়িত মুসলমানদের পক্ষে মার্কিন কংগ্রেসে সরব অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে খ্যাতি পেয়েছেন। ২০১৯ সালে দুজন আবারও কংগ্রেসে পুনর্নির্বাচিত হন।

আরও পড়ুন: ইমরানের সমর্থনে রাজপথে হাজার হাজার জনতা, নয়া সরকারের বিরুদ্ধে উঠল ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান

ইলহান ওমর বুধবার সকালে চারদিনের সফরে পাকিস্তান পৌঁছেন। পাকিস্তানের বিদেশমন্ত্রকের আমেরিকা ডেস্কের মহাপরিচালক মোহাম্মদ মোদাছছের টিপু তাঁকে ইসলামাবাদ বিমানবন্দরে স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের এই আইনপ্রণেতার সঙ্গে বৈঠকের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নের মুখে পড়েন ইমরান খান। বিরোধী দলের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা বৈঠক করায় তাঁর সমালোচনার বিষয়টিও স্মরণ করিয়ে দেন তাঁরা। জানা গিয়েছে, প্রশাসনিকভাবে নয়, ব্যক্তিগত সফরেই পাকিস্তান এসেছেন এই মার্কিন আইনপ্রণেতা।

অন্যদিকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “তিনি (ইলহান ওমর) অবৈধভাবে পাকিস্তানের দখলে থাকা ভারতীয় ভূখণ্ডে গিয়েছেন। তিনি নিজেরে দেশে এমন সংকীর্ণ মানসিকতার রাজনীতি করতে পারেন, সেটা তাঁর বিষয়। কিন্তু আমাদের ভৌগলিক অখণ্ডতার অবমাননা মেনে নেওয়া হবে না। এটা খুবই নিন্দাজনক।”

আরও পড়ুন: Afghanistan: নামাজ চলাকালীন মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১৪, আহত বহু