Indian Embassy In Ukraine will be transfered in poland amid ongoing russian invasion in ukraine

Russia-Ukrain War: ইউক্রেন থেকে ভারতীয় দূতাবাস সরছে পোল্যান্ডে

পশ্চিম ইউক্রেনে রুশ হামলার পরই ঠিকানা বদল কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসের। এদিন জানানো হয়, কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস সাময়িকভাবে পোল্যান্ডে স্থানান্তরিত করা হচ্ছে। ‘পরিস্থিতির অবনতি’ ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত।

আজ ১৮ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দিন দিন পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। এমতাবস্থায় ইউক্রেন থেকে দূতাবাস সাময়িকভাবে সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাচ্ছে ভারত। এদিন বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ‘ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হচ্ছে, যার মধ্যে রয়েছে দেশটির পশ্চিম দিকে আক্রমণ। এই অবস্থায় দূতাবাস সাময়িক ভাবে সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী অবস্থা থেকে পরিস্থিতি বিচার করা হবে।’

আরও পড়ুন: Ukraine-Russia War: ভারতীয় দূতাবাসের কোনও সাহায্য পাইনি, বলছেন ইউক্রেনে গুলিবিদ্ধ যুবক

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বললেন, তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে রাজি, একমাত্র এক শর্তে। তা হল রাশিয়াকে অস্ত্রবিরতি ঘোষণা করতে হবে। শনিবার জেলেনস্কি বলেছিলেন, এ পর্যন্ত রুশ হানায় ১৩০০ ইউক্রেনিয়ান সৈন্যের মৃত্যু হয়েছে। আবার রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সের্গেই রাইবাকভ বলেন, পশ্চিমের দেশগুলোর পাঠানো অস্ত্রশস্ত্র নিজেদের কবজায় নিতে চায় রুশ সেনা।

উল্লেখ্য, আজই ইউক্রেন ইস্যুতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরপরই ইউক্রেনের দূতাবাস পোল্যান্ডে স্থানান্তরিত করার ঘোষণা করা হয় ভারতের তরফে। প্রসঙ্গত, ইউক্রেন আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার কাজ প্রায় সম্পন্ন। সেই অপারেশন গঙ্গা নিয়েও আজকের বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের পরস্থিতির বিষয়ে মোদীকে অবগত করা হয়।

আরও পড়ুন: সপ্তমবার বাবা হলেন Elon Musk, আবারও অদ্ভূত নাম রাখলেন সন্তানের