Iran ready to send doctors in Gaza, urges who should take measure

Gaza: গাজায় চিকিৎসক টিম পাঠাতে ইরান প্রস্তুত: হু’র কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান

ইহুদিবাদী ইসরাইল গতকাল গাজার হাসপাতালে নির্বিচারে বোমা বর্ষণ করেছে। নিরীহ মানুষের ওপর তাদের বর্বর সেনাদের হামলায় হতাহত ফিলিস্তিনীদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেই হাসপাতালেও তারা নির্বিচারে বামা হামলা চালিয়েছে। ইসরাইলি বর্বর সেনাদের ওই বোমা হামলায় ৫ শতাধিক ফিলিস্তিনী শহীদ হয়েছেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে গাজায় মেডিক্যাল টিম পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরম এইনুল্লাহি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমাদ আল-মুনজেরির সঙ্গে টেলিফোনে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছেন।

এইনুল্লাহি বলেছেন: ইহুদিবাদী ইসরাইল গাজায় ফিলিস্তিনী নারী ও শিশুদের ওপর পাশবিক গণহত্যা চালাচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতিতে হু’কে গাজায় ফিলিস্তিনের নিরীহ মানুষের সাহায্যে এগিয়ে এসে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান ইরানের স্বাস্থ্যমন্ত্রী।

টেলিফোন আলাপে শত শত নারী-শিশুর হতাহতের কথা উল্লেখ করে এইনুল্লাহি আরও বলেন: বিভিন্ন কারণে গাজা এবং পশ্চিম তীরের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা সেবা প্রদানে প্রায় অপারগ হয়ে পড়েছে। সেইসব হাসপাতালেও ইহুদিবাদী ইসরাইল বর্বর হামলা চালিয়েছে। হাসপাতালগুলোতে এখন আহত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলি গণহত্যা চালানোর ঘটনায় ইরানের ডক্টর্স সোসাইটি’র পক্ষ থেকে দু:খ প্রকাশ করেন। সেইসঙ্গে তিনি বলেন: ইরানের চিকিৎসক সম্প্রদায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানান।