ISKCON: Bangladesh HC refuses to order ban on ISKCON

ISKCON: ইসকনকে নিষিদ্ধ করল না বাংলাদেশ হাই কোর্ট, খারিজ হয়ে গেল মামলা

ইসকন নিষিদ্ধ করার দাবিতে মামলা হয়েছিল বাংলাদেশের আদালতে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ হয়ে গেল।

চিন্ময়কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি জোরাল হচ্ছে বাংলাদেশে। গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীনই মঙ্গলবার চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তারপরেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম-সহ বাংলাদেশের একাধিক সংগঠন।

ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশের হাইকোর্টে একটি পিটিশন জমা দেন মনিরুজ্জামান নামে এক আইনজীবী। একই সঙ্গে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশ দেওয়ার দাবিও জানান তিনি। এই নিয়ে সেখানের সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়।

সূত্রের খবর বৃহস্পতিবার এ নিয়ে সরকারের মনোভাব এবং পদক্ষেপ করার কথা আদালতকে জানান অ্যার্টনি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, চট্টগ্রামের ওই আইনজীবী হত্যার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। ওই মামলায় আরও যাঁদের নাম আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও এ দিন আদালতকে জানানো হয়েছে।

‘দ্য ডেলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই মামলার শুনানি শুরু হয় বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চে। আদালতের কাছে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানায় অ্যাটর্নি জেনারেলের দফতর। তখনই আদালত জানায়, স্বতঃপ্রণোদিত হয়ে তারা কোনও নির্দেশ দেবে না। যে হেতু সরকার ইতিমধ্যেই ইসকনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে এবং চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নিয়েছে, তাই তারা এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে না।