ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি গাজা উপত্যকার মানুষদেরকে ‘ফাঁদে আটকে পড়া’ লোকজন উল্লেখ করে বলেন, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাদের ওপর ইচ্ছাকৃতভাবে নির্মম বোমা হামলা চালাচ্ছে ইসরাইল।
অ্যাঞ্জেলিনা জোলি বলেন, গাজা প্রায় দুই দশক ধরে উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে।নারী ও শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে তাদের পরিবারশুদ্ধ সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে এবং তাদের সঙ্গে মারাত্মক রকমের অমানবিক আচরণ করা হচ্ছে। তিনি যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করা বিশ্ব নেতাদের ‘এই অপরাধে জড়িত’ বলে অভিযুক্ত করেন।
জোলি বলেন, ‘বেসামরিক জনগণের ওপর বোমা হামলা এবং নিরীহ নারী-শিশুদের হত্যা করা এর সমাধান হতে পারে না। গাজায় কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় ভগ্নাংশ মাত্র। খাদ্য, জ্বালানি পানীয় বন্ধ করে দিয়ে তাদের জাতিগতভাবে শাস্তি দেওয়া হচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছি। প্যালেস্টাইনি এবং ইজরায়েলিদের জীবন ও বিশ্বব্যাপী সকল মানুষের জীবন সমানভাবে গুরুত্বপূর্ণ’।
ইজরায়েল আর হামাসের মধ্যে চলছে যুদ্ধ(Israel-Palestine Conflict)। ৭ অক্টোবর ফিলিস্তিন দখলের প্রতিবাদে ইজরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাস। পাল্টা জবাবে সেদিন থেকেই গাজায় টানা হামলা চালিয়েছে ইজরায়েল। এই আক্রমণের ফলে রবিবার পর্যন্ত ফিলিস্তিনে মারা গিয়েছেন ৮০০৫ জন, আহত ২০ হাজারেরও বেশি। এখনও ধ্বংসস্তূপের নীচে পড়ে রয়েছে প্রায় হাজার দেহ! গাজার ওয়েস্ট ব্যাংকেও হামলা চালিয়েছিল ইজরায়েল। সেখানেও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক! ওদিকে, হামাসের হামলায় ইজরায়েলে এখনও পর্যন্ত নিহত প্রায় ১৫০০ জন। এঁদের মধ্যে ৩৩১ জন সেনা।